সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে বিক্ষুব্ধ কংগ্রেস সাংসদ শশী থারুর। এবার তাঁকে 'বীর সাভারকর' সম্মান দেওয়ার কথা ঘোষণা করল আরএসএস ঘনিষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও থারুর ওই সম্মান গ্রহণ করতে অস্বীকার করেছেন। যা তাঁর বিজেপি যোগের সম্ভাবনায় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবারই আরএসএস ঘনিষ্ঠ সংস্থা হাই রেঞ্জ রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (HRRDS) ঘোষণা করে, তারা বীর সাভারকর সম্মান দেবে শশী থারুরকে। এ বছরই ওই সম্মান চালু করছে সংঘ ঘনিষ্ঠ সংস্থা। তাতেই থারুরকে সম্মানিত করার সিদ্ধান্ত। বুধবারই দিল্লিতে সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই সম্মান আবার দেওয়ার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের।
কিন্তু শশী থারুর জানিয়ে দিলেন, ওই সম্মান গ্রহণ করার প্রশ্নই উঠছে না। একে তো তিনি এই ধরনের সম্মানের কথা জানেন না। তিনি যা জানতে পেরেছেন সংবাদমাধ্যম থেকে। তাছাড়া কেন এই সম্মান তাঁকে দেওয়া হবে, কী বৃত্তান্ত, কিছুই তিনি জানেন না। কোন সংস্থা দিচ্ছে, সেই সংস্থা সম্পর্কেও বিশেষ ধারণা নেই তাঁর। ফলে ওই সম্মান নেওয়ার প্রশ্ন নেই। থারুর বলছেন, "ওই সম্মান গ্রহণ করার প্রশ্ন নেই। ওই অনুষ্ঠানে আমি যাবও না।" রাজনৈতিক মহলের ধারণা, বীর সাভারকরের নামে সম্মান বলেই সেটা গ্রহণ করতে রাজি হননি থারুর।
থারুর বহুদিন ধরেই বেসুরো। দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি। অপারেশন সিঁদুরের পর বিদেশে যে প্রতিনিধিদল গিয়েছিল দলের আপত্তি সত্ত্বেও তাতে গিয়েছিলেন তিরঅনন্তপুরমের সাংসদ। আবার ইদানিং কংগ্রেসের বৈঠকেও তিনি থাকেন না। সব মিলিয়ে থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অনেকটাই বেড়েছে। রাজনৈতিক মহলের ধারণা, তিরুঅনন্তপুরমের সাংসদের বিজেপি যোগ সময়ের অপেক্ষা। আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন রয়েছে কেরলে। তার আগেই সম্ভবত কংগ্রেস ছাড়ছেন তিনি। কিন্তু বীর সাভারকরের নামে সম্মান না নিয়ে বিজেপি যোগের সম্ভাবনায় ধাক্কা দিলেন তিনি নিজেই।
