সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই পুলিশের নাকের ডগায় রমরমিয়ে চলছে ম্যাচ গড়াপেটা! সঙ্গে যুক্ত আছেন পুলিশ আধিকারিকরাও! মহারাষ্ট্রের বিধান পরিষদে দাঁড়িয়ে এমন বিস্ফোরক অভিযোগ আনলেন শিব সেনা নেতা অম্বাদাস দাঁভে। অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।

শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল। সেই সঙ্গেই বেড়েছে বেটিংয়ের রমরমাও। কিন্তু 'পুলিশি প্রহরা'য় বেটিং চলছে, এমন অভিযোগ ওঠেনি এখনও পর্যন্ত। এবার সেই অভিযোগই আনলেন শিব সেনার উদ্ধব শিবিরের বিধান পরিষদের সদস্য। অম্বাদাসের অভিযোগ, বিরাট মাপের বেটিং চক্র চলছে আইপিএলের ম্যাচে। একঝাঁক তদন্তকারী সংস্থার নজরদারি সত্ত্বেও বহাল তবিয়তে বেটিং করছে জুয়াড়িরা। কার্যত পুলিশি প্রহরায় নাকি বেটিং সংক্রান্ত যাবতীয় কাজ চলছে বলে মত মহারাষ্ট্রের বিরোধী নেতার।
অম্বাদাস আরও বলেন, বেটিং সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ রয়েছে তাঁর কাছে। সেই প্রমাণ-সহ পেন ড্রাইভ তিনি কাউন্সিল চেয়ারম্যানের কাছে পেশ করবেন বলেও দাবি করেন। ঠিক কী প্রমাণ রয়েছে? অম্বাদাসের কথায়, "লোটাস ২৪ নামে একটি সংস্থা বেটিং চালাচ্ছে। মেহুল জৈন, কমলেশ জৈন, হিরেন জৈনের মতো বেশ কয়েকজন যুক্ত রয়েছে ওই বেটিং চক্রের সঙ্গে। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যোগ রয়েছে তাদের। সেই সঙ্গে যুক্ত রয়েছে মুম্বই পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তারাও।" প্রত্যেকের বেশ কিছু কল রেকর্ডিংও তাঁর কাছে রয়েছে বলে জানান অম্বাদাস।
প্রসঙ্গত, আইপিএলের সময়ে জুয়াড়িদের সক্রিয়তা লাফিয়ে বাড়তে থাকে। এর আগে বহুবার বেটিং বিভিন্ন চক্র ভেঙেছে কলকাতা পুলিশ। গত বছর দুজনকে গ্রেপ্তার করা হয়। তার আগের বছর কলকাতা থেকে গ্রেপ্তার হয় পাঁচজন। তবে পুলিশ নিজেই গড়াপেটায় অভিযুক্ত, সাম্প্রতিক অতীতে এমন অভিযোগ ওঠেনি। এই অভিযোগ ঘিরে মহারাষ্ট্র সরকার বা মুম্বই পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।