সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি সুপারস্টার অভিনেতা সলমন খানকেও খুনের ছক কষেছিলেন বাবা সিদ্দিকিকে খুনে অভিযুক্ত শিবকুমার গৌতম। মুম্বই পুলিশ সূত্রে বৃহস্পতিবার এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সলমনকে খুনের পরিকল্পনার অংশ হিসেবে অভিনেতার বাসভবনের আশপাশে ঘোরাঘুরি করেন আততায়ীরা। যদিও কড়া নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এর পরেই এনসিপি নেতাকে বাবা সিদ্দিকিকে খুনের ছক কষে দুষ্কৃতীরা।
গত ১২ অক্টোবর ছেলে জিশান সিদ্দিকির অফিসের সামনে গুলি করে খুন করা হয় বাবা সিদ্দিকিকে। যদিও ‘হিট লিস্ট’-এ ছিলেন বলিউড অভিনেতা সলমন খানও! তিনি ছিলেন প্রথম টার্গেট। জেরার মুখে এমনটাই জানিয়েছেন বাবা সিদ্দিকিকে খুনে অভিযুক্ত শিবকুমার। পুলিশি জেরায় তিনি জানান, তাঁদের একটি ‘হিট লিস্ট’ দেওয়া হয়েছিল। তাতে সিদ্দিকি, সলমন ছাড়াও ছিল শিল্প, বিনোদন, রাজনীতি-সহ নানা ক্ষেত্রের তাবড় ব্যক্তিত্বদের নাম।
গত ১৪ এপ্রিল সলমান খানের বান্দ্রার বাসভবনের সামনে গুলি চালায় দুই দুষ্কৃতী। ওই দিন রাতেই অভিযুক্ত ভিকি গুপ্তা ও সাগর পালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। অন্যদিকে সিদ্দিকিকে খুনের পর থেকেই নতুন করে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন সলমন। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয়েছে তাঁর কাছ থেকে। না পেলে 'চরম শাস্তি'র হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে জোধপুরে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে সলমান কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন বলে অভিযোগ। এর পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের রোষে পড়েন অভিনেতা। কারণ, কৃষ্ণসার হরিণের পুজো করে বিষ্ণোই সম্প্রদায়।
