shono
Advertisement
Pooja Khedkar

'উনি জঙ্গি-মাদক ব্যবসায়ী নন', প্রাক্তন আইএএস পূজা খেদকারকে জামিন দিল সুপ্রিম কোর্ট

'দিল্লি হাই কোর্টের উচিত ছিল আবেদনকারীকে জামিন দেওয়া', জানাল শীর্ষ আদালত।
Published By: Biswadip DeyPosted: 02:26 PM May 21, 2025Updated: 03:16 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগাম জামিন পেলেন প্রাক্তন আইএএস পূজা খেদকার। সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, পূজা (Pooja Khedkar) কোনও মাদক ব্যবসায়ী কিংবা জঙ্গি নন। সেই সঙ্গেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দিল্লি হাই কোর্টেরই উচিত ছিল পূজাকে জামিন দেওয়া।

Advertisement

এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে জানানো হয়, 'উনি এনডিপিএস (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) অপরাধী নন। আপনাদের কাছে কোনও সিস্টেম বা সফটওয়্যার থাকা উচিত। আপনারা তদন্ত শেষ করুন। উনি তো সবই হারিয়েছেন। কোথাও চাকরিও পাবেন না। মামলার তথ্য এবং পরিস্থিতি মাথায় রেখে বোঝা যায়, দিল্লি হাই কোর্টের উচিত ছিল আবেদনকারীকে জামিন দেওয়া।'

২০২২ সালের ব্যাচের শিক্ষানবিশ আমলা পূজা মহারাষ্ট্রের পুণেতে অ্যাসিসট্যান্ট কালেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ইউপিএসসি পরীক্ষায় পাশ করতেও বহু নিয়ম বহির্ভূত কাজ করেছেন তিনি। নির্ধারিত সীমার বেশিবার পরীক্ষা দিতে নাম, পরিচয় ও বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল পূজার বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী ইউপিএসসিতে জেনারেল ক্যাটাগরির প্রার্থী ৩২ বছর বয়সের মধ্যে ৬ বার পরীক্ষা দিতে পারেন। আবার ওবিসি প্রার্থীরা ৩৫ বছরের মধ্যে ৯ বার পরীক্ষায় বসতে পারেন। সূত্রের দাবি, পূজা মোট ১১ বার ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, নিজেকে প্রতিবন্ধী কোটার সুবিধা নিয়ে ভুয়ো সার্টিফিকেট দাখিল করেছিলেন বলেও অভিযোগ ওঠে। একের পর এক অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে ইউপিএসসি কমিটি। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে এসেছেন পূজা। এবং গ্রেপ্তারি থেকে বাঁচতে দিল্লি হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান। বারে বারে গ্রেপ্তারিতে রক্ষাকবচ পেয়ে যাওয়ায় আটক হননি তিনি। অবশেষে তাঁকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগাম জামিন পেলেন প্রাক্তন আইএএস পূজা খেদকার।
  • সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, পূজা কোনও মাদক ব্যবসায়ী কিংবা জঙ্গি নন।
  • সেই সঙ্গেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দিল্লি হাই কোর্টেরই উচিত ছিল পূজাকে জামিন দেওয়া।
Advertisement