shono
Advertisement
Supreme Court

বিচার করতে বসে ফাঁকিবাজি! হাই কোর্টের বিচারপতিদের 'পারফরম্যান্স অডিট' চায় শীর্ষ আদালত

হাই কোর্টের বিচারপতিদের মধ্যেও বাড়ছে ফাঁকিবাজির প্রবণতা! বলছে সুপ্রিম কোর্ট।
Published By: Subhajit MandalPosted: 02:58 PM May 14, 2025Updated: 02:58 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই কোর্টের বিচারপতিদের মধ্যেও বাড়ছে ফাঁকিবাজির প্রবণতা। অন্যাবশ্যক 'চা বিরতি' নিচ্ছেন অনেকে। ভূরি ভূরি অভিযোগ জমা পড়ছে সুপ্রিম কোর্টে। বাধ্য হয়ে বিচারপতিদেরও পারফরম্যান্স অডিট চাইছে শীর্ষ আদালত। এমনটাই ইঙ্গিত বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর রাওয়ের বেঞ্চের।

Advertisement

ঝাড়খণ্ড হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এক মামলায় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ বলছে, হাই কোর্টের বিচারপতিরা অনাবশ্যকভাবে বিরতি নিচ্ছেন। বিচারপতিদের পর্যবেক্ষণ, "এই ধরনের বহু অভিযোগ আমাদের কাছে জমা পড়ছে। সময় এসে গিয়েছে তাঁদের পিছনে কত খরচ হচ্ছে, আর কেমন পারফরম্যান্স হচ্ছে সেটা খতিয়ে দেখার।" বস্তুত শীর্ষ আদালত স্পষ্টই বিচারপতিদের পারফরম্যান্স অডিটের দাবি তুলছেন।

ঝাড়খণ্ড হাই কোর্টের ওই মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত বলছেন, "কিছু কিছু বিচারপতি আছেন যারা প্রচুর পরিশ্রম করেন। আবার একই সঙ্গে কিছু বিচারপতি অনাবশ্যক বিরতি নিচ্ছেন। এই বিরতি, সেই বিরতি।" বিচারপতির বক্তব্য, "হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আকছার আসছে। এটা বড় ইস্যু। বিষয়টার স্থায়ী সমাধান প্রয়োজন।" এরপরই বিচারপতি কান্ত পারফরম্যান্স অডিটের কথা বলেছেন। যদি সেটা হয় তাহলে বিচারব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন ঘটনা হবে।

এমনিতে বিচারবিভাগের কোনও বিষয়ে বাইরের কোনও এজেন্সি অনুমতি ব্যতীত হস্তক্ষেপ করতে পারে না। কিছুদিন আগে দিল্লি হাই কোর্টের এক বিচারপতির বাড়িতে প্রচুর নগদ উদ্ধারের পরও তাঁর বিরুদ্ধে এফআইআর করা যায়নি। প্রশ্ন হল, শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ যে অডিটের কথা বলছে, সেটা কী ভাবে সম্ভব?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাই কোর্টের বিচারপতিদের মধ্যেও বাড়ছে ফাঁকিবাজির প্রবণতা।
  • অন্যাবশ্যক 'চা বিরতি' নিচ্ছেন অনেকে।
  • ভূরি ভূরি অভিযোগ জমা পড়ছে সুপ্রিম কোর্টে।
Advertisement