সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতিতে জাতিগত জনগণনা রিপোর্ট প্রকাশ করেছে বিহার (Bihar)। সম্প্রতি শীর্ষ আদালতে নীতীশকুমারের রাজ্যের তরফে আবেদন করা হয়, রূপান্তরকামীদের (Transgender) আলাদা জাতিভুক্ত করার অনুমতি দেওয়া হোক। এই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টে। আদালতের তরফে জানানো হল, রূপান্তরকামীদের কোনওভাবেই আলাদা জাত হিসেবে বিবেচনা করা যায় না।
মামলা খারিজ করে বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য করেছে, বিহার সরকারের জাতিগত জনগণনার তালিকায় রূপান্তরকামীদের জন্য একটি পৃথক কলাম রয়েছে। যার মাধ্যমে তাদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। বিচারপতির বেঞ্চের মন্তব্য, মনে রাখতে হবে রূপান্তরকামী কখনই আলদা জাত নয়। জনগণনা রিপোর্টে ৩টি কলাম রয়েছে- পুরুষ, মহিলা এবং রূপান্তরকামী। সেখানেই তথ্য পাওয়া যাবে।” আদালত আরও বলে তৃতীয় লিঙ্গের যাবতীয় সুবিধা পাবেন রূপান্তরকামীরা, তবে জাত হিসেব নয়। তৃতীয় লিঙ্গের মানুষ যে কোনও জাতের হতে পারে।
[আরও পড়ুন: জাল পাসপোর্ট তৈরি করা হত জঙ্গিদের জন্যও! চাঞ্চল্যকর তথ্য CBIয়ের হাতে]
প্রসঙ্গত, সদ্য প্রকাশিত হয়েছে বিহারের জাতিগত জনগণনার (Caste Census) ফলাফল। রিপোর্টে দেখা গিয়েছে, বিহারের জনসংখ্যার ৬৩ শতাংশ অনগ্রসর শ্রেণি সম্প্রদায়ের। তার মধ্যে ৩৬ শতাংশই অত্যধিক অনগ্রসর শ্রেণিভুক্ত। জেনারেল কাস্টের অন্তর্গত রয়েছেন ১৫ শতাংশ জনতা। এছাড়াও তফসিলি জাতির অন্তর্ভুক্ত রয়েছেন ১৯ শতাংশ। এই গণনাকে স্বাগত জানিয়েছে দেশের অধিকাংশ বিরোধী দল। তবে বিজেপির তরফে বারবার এই গণনার বিরোধিতা করা হয়েছে।