shono
Advertisement
Tamil Nadu

দলিত ছাত্রীকে দিয়ে শৌচাগার পরিষ্কার! বরখাস্ত প্রধান শিক্ষিকা

ভিডিও ভাইরাল হতেই জমা পড়ে অভিযোগ।
Published By: Biswadip DeyPosted: 09:20 PM Jan 14, 2025Updated: 09:20 PM Jan 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দলিত ছাত্রীকে দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করানোর অভিযোগে বরখাস্ত করা হল তামিলনাড়ুর এক সরকারি স্কুলের প্রধান শিক্ষিকাকে। দক্ষিণী রাজ্যের ধরমপুরী জেলার পালাক্কাদু গ্রামে ঘটেছে এমনই ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, ওই স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণিতে দেড়শো দলিত পড়ুয়া রয়েছে। আর সেই স্কুলেই তাদের দিয়ে নানারকম কাজ করানো হয় বলে অভিযোগ। তারই একটি উদাহরণ হিসেবেই সামনে এসেছে একটি ভিডিও। তাতেই দেখা যাচ্ছে স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থাতেই একরত্তি মেয়েটি শৌচাগার পরিষ্কার করছে ঝাঁটা হাতে। ভিডিওটি ভাইরাল হতেই বয়ে যায় নিন্দার ঝড়। স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। অভিযোগ জমা পড়ে শিক্ষা দপ্তরেও। অভিভাবকরা দাবি করেন, কেবল শৌচাগার পরিষ্কার করানোই নয়, স্কুল চত্বর ঝাঁট দেওয়া, জল আনার মতো নানা কাজ করানো হয় পড়ুয়াদের দিয়ে। পথে মিছিল বের করেন গ্রামবাসীরা। দাবি করেন, দ্রুত পদক্ষেপ করতে হবে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

এরপরই জেলার মুখ্য শিক্ষা আধিকারিক তদন্ত শুরু করার নির্দেশ দেন। আর তারপরই জেলার শিক্ষা আধিকারিকরা জানান, ওই প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। এদিকে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক দলিত ছাত্রীকে দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করানোর অভিযোগে বরখাস্ত করা হল তামিলনাড়ুর এক সরকারি স্কুলের প্রধান শিক্ষিকাকে।
  • দক্ষিণী রাজ্যের ধরমপুরী জেলার পালাক্কাদু গ্রামে ঘটেছে এমনই ঘটনা।
  • জানা গিয়েছে, ওই স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণিতে দেড়শো দলিত পড়ুয়া রয়েছে।
Advertisement