আত্মহত্যা বা আগুনে পুড়ে মৃত্যু নয়! বেঙ্গালুরুর বছর চৌত্রিশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীকে খুন করা হয়েছে। সহবাসে সম্মতি না দেওয়ায় এক প্রতিবেশী যুবক তাঁকে শ্বাসরোধ করে খুন করেছেন। সেই যুবক গ্রেপ্তার হওয়ার পর পুলিশি জেরায় 'দোষ' কবুল করেছেন বলে জানিয়েছে বেঙ্গালুরুর (Bengaluru) পুলিশ।
গত ৩ জানুয়ারি শর্মিলা ডিকে নামে ওই তরুণীর নিথর দেহ উদ্ধার হয় তাঁর নিজের বাড়ি থেকেই। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণীর অ্যাপার্টমেন্টে আগুন লেগেছিল। তদন্তকারীদের অনুমান ছিল, সেই সময় ঘরে আটকে পড়েছিলেন তরুণী। তার জেরেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। কিন্তু শর্মিলার বাড়ি থেকে যে সব নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা থেকে খুনেরই আভাস পান তদন্তকারীরা। হাতে আসা সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে কার্নাল কুরাই নামে এক যুবকের কথা জানতে পারেন তদন্তকারীরা। তাঁকে গ্রেপ্তারও করা হয়। পুলিশের দাবি, জেরায় চাপের মুখে কার্নাল শর্মিলাকে খুনের কথা স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, কার্নাল জেরা দাবি করেছেন, তিনি ৩ জানুয়ারি রাত ৯টা নাগাদ জানলা দিয়ে শর্মিলার ফ্ল্যাটে ঢুকেছিলেন। তাঁর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন। কিন্তু তরুণী তাতে রাজি হননি। বাধা দিয়েছিলেন। সেই রাগেই তিনি তাঁকে খুন করেছেন। পরে নিজেকে বাঁচাতে ঘরে আগুন লাগিয়ে দেন। যাওয়ার সময় শর্মিলার মোবাইল ফোনও নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন কার্নাল।
