আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) ফ্ল্যাটে আগুন! এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মথুরার বৃন্দাবনে। ছাতা–ছিখারা রোডে উপর শ্রী কৃষ্ণ শরণম সোসাইটির একটি ফ্ল্যাটে থাকেন মহারাজ। রবিবার সেই ফ্ল্যাটেই আগুন লাগে। তাতে পুড়ে গিয়েছে বাড়ির সমস্ত আসবাব। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মহারাজ ষড়যন্ত্রের শিকার!
স্থানীয় সূত্রে খবর, সকালে মহারাজের ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেই সেখানে যান স্থানীয়েরা। আগুন নেভানোর কাজে সাহায্য করতেই তাঁরা গিয়েছিলেন সেখানে। কিন্তু অভিযোগ, মহারাজের লোকেরা তাঁদের বাধা দেন। আটকানো হয় সাংবাদিকদেরও। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। পরে তাদের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, মহারাজের লোকেরা তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করেছেন। অনেকের ফোনও কেড়ে নেওয়া হয়। সাংবাদিকেরা ছবি-ভিডিও তুলতে গেলে তাঁদের সঙ্গেও বচসা বাধে মহারাজের লোকেদের। তাঁদেরও ছবি, ভিডিও তুলতে বাধা দেওয়া হয়। এর থেকেই স্থানীয়দের একাংশের ধারণা, শত্রুতার বশেই কেউ মহারাজের ফ্ল্যাটে আগুন লাগিয়ে থাকতে পারে। যদিও এ ব্যাপারে মহারাজ নিজে প্রকাশ্যে কিছু বলেনি। পুলিশ বা দমকলের তরফেও এ ব্যাপারে কিছু বলা হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে তারা জানিয়েছে।
গত কয়েক বছর ধরেই অসুখে ভুগছেন প্রেমানন্দ মহারাজ। নিয়মিত ডায়ালিসিস করাতে হয় তাঁকে। গত বছর মহারাজের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। তাতে দেখা গিয়েছে, মহারাজের মুখ ফুলে উঠেছে। চোখ লাল। সেই ভিডিও দেখে মহারাজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তকুল। তার মধ্যেই ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা।
