shono
Advertisement
Swami Vivekananda Birthday

'বিভেদকালে পাথেয় হোক স্বামীজির সম্প্রীতির বার্তা', বিবেক জয়ন্তীতে বার্তা মমতা-অভিষেকের

এক্স হ্যান্ডল পোস্টে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও।
Published By: Sucheta SenguptaPosted: 01:26 PM Jan 12, 2026Updated: 01:39 PM Jan 12, 2026

ভারতের স্বাধীনতা সংগ্রাম, দেশবাসীর অধ্যাত্মচেতনা জাগরণে প্রকৃত পথিক স্বামী বিবেকানন্দের অবদান অসীম। এহেন যুগপুরুষের ১৬৪ তম জন্মদিন আজ। এই সময় দাঁড়িয়ে স্বামীজির বার্তা, আদর্শই পাথেয় হোক সকলের। বিভেদকালে আলো দেখাক তাঁর বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতির বার্তা। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যে একাধিক সমাজকল্যাণমূলক কাজ করছে সরকার। বিবেক-জয়ন্তীতে এভাবেই শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাঁরা। বিবেকানন্দের বাণী সম্বলিত একটি ভিডিও পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে বিবেকানন্দের জন্মদিন উদযাপনের মতো অনুষ্ঠান আজও রাজনীতি এড়াতে পারল না। সকালে বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটে তৃণমূল ও বিজেপি প্রতিনিধিদের উপস্থিতি ঘিরে চাপানউতোর তৈরি হয়।

Advertisement

সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট লেখেন। বিবেকানন্দের জীবন আদর্শের কথা উল্লেখ করে স্বামীজিকে শ্রদ্ধা জানান তিনি। মমতা লেখেন, 'ভারতের স্বাদেশিক আধ্যাত্মিক চেতনার প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। স্বামী বিবেকানন্দ আমাদের স্বদেশভক্তি ও সকল সমাজকর্মের অনুপ্রেরণা। তাঁর দেশপ্রেমের আদর্শ, দরিদ্রনারায়ণের সেবার বার্তা, ঐক্য, শান্তি ও সম্প্রীতির বাণী আমাকে সবসময় উদ্দীপিত করেছে। সর্ব-ধর্ম-সমন্বয়ের যে পথ স্বামীজি আমাদের দেখিয়েছিলেন, তাই আমাদের সবার পাথেয়। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাংলার সকল মানুষ একে অপরকে শ্রদ্ধা করুক ও ভালোবাসুক - এটাই আমাদের একমাত্র প্রার্থনা।' অর্থাৎ তিনি জোর দিয়েছেন একতা ও সর্বধর্ম সমন্বয়ের দিকে।

একই বার্তা দিয়েছেন শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনিও এক্স হ্যান্ডলে লিখেছেন, 'স্বামী বিবেকানন্দের জন্মদিবসে মাথা নত করে প্রণাম জানাই। তাঁর ভাবনা আজও ভারতের বিবেককে আলোকিত করে। স্বামীজি আমাদের শিখিয়েছিলেন জীবসেবাই শিবসেবা। জনতার মাঝে স্বর্গপ্রাপ্তি ঘটে। আজকের এই সময়ে যখন ভেদাভেদের রাজনীতি গ্রাস করেছে, মানুষকে যখন তাঁর ধর্মীয় পরিচয় দিয়ে চিহ্নিত করা হচ্ছে, তখন স্বামীজির বিশ্ব ভ্রাতৃত্ব চেতনা আমাদের পাথেয় হোক।'

সোমবার সকালেই সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি গিয়ে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানান  তৃণমূল প্রতিনিধিরা। ছিলেন মন্ত্রী শশী পাঁজা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরে সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে দেখা হয় শশী পাঁজার। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। এরপর বিজেপি নেতৃত্ব সিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement