shono
Advertisement

এবার বন্দে ভারতের রংও গেরুয়া! জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত, বলছেন রেলমন্ত্রী

নীল-সাদা অতীত!
Posted: 10:26 AM Jul 09, 2023Updated: 10:38 AM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীল-সাদা অতীত। এবার বন্দে ভারত এক্সপ্রেসের রংও হবে গেরুয়া। শনিবার ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টারিতে গিয়ে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ছবি শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, নয়া রূপে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের রং গেরুয়া ও সাদা।

Advertisement


বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের রং দুধ সাদা এবং ইঞ্জিনের দু-পাশে নীল বর্ডার রয়েছে। বস্তুত বন্দে ভারত ট্রেনের প্রথম ২৭টি কোচ তৈরি হয়েছে ওই রংয়েই। বর্তমানে মোট ২৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সবকটিই নীল-সাদা। আরও দুটি রেক রিজার্ভ করে রাখা হয়েছে, সেগুলিও নীল-সাদা। তবে ২৮ নম্বর রেক থেকে রংবদল হচ্ছে সেমি হাই স্পিড এই ট্রেনের। নতুন রং হবে কমলা, সাদা ও গেরুয়া।

[আরও পড়ুন: পঞ্চায়েত ক্ষোভকে লোকসভায় কাজে লাগান! বঙ্গ বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বর]

যদিও রেল (Indian Railways) সূত্রের খবর, এই রংবদল হচ্ছে পরীক্ষামূলকভাবে। নতুন এই রেক চালিয়ে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু নীল-সাদা ছেড়ে কেন গেরুয়া রং বাছা হল? রেলমন্ত্রী জানিয়েছেন, জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়েই সুপারফাস্ট ট্রেনের রংবদলের কথা ভাবা হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব জানাচ্ছেন, নতুন এই বন্দে ভারত রেকে ২৫টি নয়া ফিচার আসবে। যাত্রীদের কাছ থেকে যা যা অভিযোগ আসছে, সেগুলি খতিয়ে দেখে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে।

[আরও পড়ুন: ‘এমনটা ভাবাও ভুল’, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপত্তি মোদির ‘বন্ধু’ আজাদের]

এদিকে গতকালই ভাড়া নিয়ে যাত্রীদের সুখবর দিয়েছে রেল। একলাফে অনেকখানি কমতে চলেছে এসি চেয়ারকার এবং এক্সিকিউটিভ ক্লাসযুক্ত ট্রেনের টিকিটের দাম। দূরপাল্লার এক্সপ্রেসের পাশাপাশি বন্দে ভারত এবং অনুভূতি ও ভিস্তাডোম কোচযুক্ত ট্রেনের টিকিটের মূল্যও ২৫ শতাংশ পর্যন্ত কমতে চলেছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement