গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে উত্তরণ, এরপর দেশের প্রধান বিচারপতি হওয়ার হাতছানি বিচারপতি জয়মাল্য বাগচির সামনে। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে কলকাতা হাই কোর্টের এই অভিজ্ঞ বিচারপতির নাম সুপারিশ করেছে কলেজিয়াম। ফলে এবার তাঁর এ রাজ্য থেকে বিদায় নেওয়ার পালা। দিল্লিতে নতুন যাত্রা শুরু হবে বিচারপতি বাগচীর। অন্যদিকে, কলকাতা হাই কোর্টের জন্য অতিরিক্ত তিন বিচারপতির নামে সিলমোহর দিল আইনমন্ত্রক। শনিবার তাঁদের নাম জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল।

আইনমন্ত্রকের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, কলকাতা হাই কোর্টের জন্য অতিরিক্ত যে তিন বিচারপতির নামে সিলমোহর দিয়েছে কেন্দ্র, তাঁরা হলেন বিচারপতি স্মিতা দাস দে, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র, বিচারপতি ওম নারায়ণ রাই। গত ২৮ ফেব্রুয়ারি মোট পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছিল। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে আলোচনা করে তার মধ্যে থেকে তিনজনকেই বেছে নিয়েছে কেন্দ্র। এবার তাঁদের নিয়োগের কথা জানানো হল।
উল্লেখ্য, ৬ মার্চ, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি করার সুপারিশ জানায় কলেজিয়াম। তিনি দেশের প্রধান বিচারপতির দৌড়েও রয়েছেন। সব ঠিক থাকলে ২০৩১ সালে প্রধান বিচারপতি হতে পারেন বহু অভিজ্ঞতা সম্পন্ন জয়মাল্য বাগচী। তাঁর হাত ধরে দেশ আরও এক বাঙালিকে পাবে প্রধান বিচারপতি হিসেবে। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে উত্তরণের পর বিচারপতি বাগচীকে অভিনন্দন জানিয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন।