সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম জীবনে বিজেপি, তারপর কংগ্রেস। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফ নিয়েও কম পরীক্ষানিরীক্ষা করেননি। বিশেষত রাজনৈতিক কেরিয়ার নিয়ে। বলিউডের 'খামোশ' হিরো শত্রুঘ্ন সিনহা এখন তৃণমূল সাংসদ। আসানসোল থেকে জিতে দুবার তিনি পা রেখেছেন সংসদ ভবনে। দিল্লিতে আসন্ন নির্বাচনে সমমনোভাবাপন্ন আপের হয়ে প্রচারে এহেন ব্যক্তিত্বকেই বেছে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শত্রুঘ্ন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচার করবেন। এই তালিকায় বর্ধমান-দুর্গাপুরের সাংসদ তথা কংগ্রেস প্রাক্তন নেতা কীর্তি আজাদের নাম শোনা গেলেও তিনি জানালেন, এব্যাপারে কোনও নির্দেশিকা নেই তাঁর কাছে।
জনপ্রিয় ব্যক্তিত্ব। জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। তারউপর হিন্দিতে সুবক্তা হিসেবেও কদর রয়েছে। তাই শত্রুঘ্ন সিনহাকেই দিল্লির ভোটে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আসলে দিল্লিতে আপের প্রচার তৃণমূলের শামিল হওয়া স্বাভাবিক। জাতীয় স্তরে বিজেপি বিরোধী INDIA জোটের অন্যতম শরিক কেজরিওয়ালের আপ। আর উদ্যোক্তা বাংলার শাসকদল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। INDIA জোটের অনেকেই কেজরিওয়ালের প্রচারে নিজেদের দলের সাংসদদের ময়দানে নামিয়েছে। শোনা যাচ্ছে, সমাজবাদী পার্টি আর শিব সেনার (উদ্ধব শিবির) তরফেও প্রচার করবেন সাংসদরা।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট। নিউ দিল্লি থেকে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল, কালকাজির প্রার্থী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা, জংপুরার প্রার্থী মণীশ সিসোদিয়া। শোনা যাচ্ছে, এই তিনজনের হয়েই প্রচার করবেন 'বিহারিবাবু' শত্রুঘ্ন সিনহা। তবে তাঁর প্রচারের দিনক্ষণ নিয়ে এখনও কিছু জানা যায়নি। ওয়াকিবহাল মহলের একাংশের মত, শত্রুঘ্ন সিনহাকে আপের হয়ে প্রচারে নামিয়ে কংগ্রেসকেই বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী। এমনিতেই INDIA জোটের মূল চালিকাশক্তি হিসেবে তৃণমূলের পক্ষে বারবার সওয়াল করেছেন বিরোধী দলের অনেকেই। মমতাও একাধিকবার কংগ্রেসের 'দাদাগিরি' নিয়ে সরব হয়েছেন। সাফ বার্তা, জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ক্ষেত্রে ক্ষুদ্র অহংবোধ ছাড়তে হবে শতাব্দীপ্রাচীন দলকে। শত্রুঘ্নকে দিল্লি ভোটের প্রচারের দায়িত্ব দিয়ে ফের একবার সেটাই স্পষ্ট করলেন তিনি।
