shono
Advertisement
TMC

'ভূতে' উত্তাল হবে সংসদ! 'ভুয়ো ভোটার' ইস্যুতে মেগা প্রতিবাদের পরিকল্পনা তৃণমূলের, সঙ্গে অন্য বিরোধীরাও

সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে।
Published By: Subhajit MandalPosted: 04:43 PM Mar 07, 2025Updated: 05:32 PM Mar 07, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: ভূতুড়ে ভোটার ইস্যুতে উত্তাল হতে চলেছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। জাতীয় স্তরে ভূতুড়ে ভোটার কাণ্ডকে ইস্যু হিসাবে তুলে ধরার জন্য সংসদকেই মঞ্চ হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে অন্য একাধিক বিরোধী দলকেও পাশে পাচ্ছে তৃণমূল।

Advertisement

আগামী সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। প্রথম দিন থেকেই অধিবেশন উত্তাল হতে পারে ভোটার তালিকার 'ভূত' ইস্যুতে। ভূতুড়ে ভোটার নিয়ে আলোচনা চেয়ে ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। স্পেশাল মেনশন, জিরো আওয়ার নোটিস-সহ যতরকমভাবে এই ইস্যু সংসদে তোলা সম্ভব, সবরকমভাবেই চেষ্টা করা হচ্ছে। শুধু তৃণমূল নয়, অন্য বিরোধীরাও এই ইস্যুতে তৃণমূলের পাশে আছে বলেই দলীয় সূত্রের খবর।

তৃণমূল সূত্রের দাবি, রাজ্যের শাসকদলের তরফে এই ইস্যু সংসদে তোলার নিয়ে অন্য বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলিও ভূতুড়ে ভোটার ইস্যুকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। এই ইস্যু নিয়ে সংসদে প্রতিবাদ করার ব্যাপারে তাঁরাও সম্মত। কংগ্রেস এবং অন্য একাধিক বিরোধী দল এই ইস্যুতে আলোচনা চেয়ে নিজেদের মতো করে নোটিস দিচ্ছে। সব মিলিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে তৃণমূলের নেতৃত্বে সম্মিলিত বিরোধী প্রতিবাদের সাক্ষী থাকতে পারে সংসদ।

হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি। লোকসভার পর এই ৩ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। অথচ বিধানসভা ভোটের কয়েক মাস আগে লোকসভায় মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছিল গেরুয়া শিবিরের। হরিয়ানাতেও ফলাফল আশানুরূপ হয়নি। বিরোধীদের অভিযোগ, তিন রাজ্যেই সুপরিকল্পিতভাবে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছে বিরোধী শিবির। এরাজ্যেও একই রকম পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার অভিযোগ, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশের ভোটের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষা হচ্ছে। বস্তুত মমতার নির্দেশেই ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে সংসদে প্রতিবাদ করতে চলেছে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভূতুড়ে ভোটার ইস্যুতে উত্তাল হতে চলেছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।
  • জাতীয় স্তরে ভূতুড়ে ভোটার কাণ্ডকে ইস্যু হিসাবে তুলে ধরার জন্য সংসদকেই মঞ্চ হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
  • এই ইস্যুতে অন্য একাধিক বিরোধী দলকেও পাশে পাচ্ছে তৃণমূল।
Advertisement