shono
Advertisement

‘টুকরে টুকরে গ্যাং প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে’, বিরোধীদের বৈঠককে খোঁচা গিরিরাজের

কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, 'ওঁরা লিট্টি-চোখা খেতে গিয়েছিলেন।'
Posted: 02:18 PM Jun 24, 2023Updated: 02:18 PM Jun 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনায় (Patna) ১৭ বিরোধী দলের বৈঠক নিয়ে একের পর এক খোঁচা দিতে দেখা গিয়েছে বিজেপিকে। এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে দেখা গেল নীতীশের বৈঠককে কটাক্ষ করতে। তাঁর খোঁচা, বিরোধী নেতারা পাটনায় গিয়েছিলেন ফটো সেশন করতে এবং বিহারের লিট্টি-চোখাও খেয়েছেন।

Advertisement

শুক্রবাসরীয় বৈঠক হওয়ার আগে থেকেই কটাক্ষ করতে দেখা গিয়েছে পদ্ম শিবিরের নেতাদের। গিরিরাজও বিরোধী বৈঠক নিয়ে ব্যঙ্গের রাস্তাতেই হাঁটলেন। তিনি বলেছেন, ”ওঁরা সবাই চায়ের পার্টি করেছেন। লিট্টি খেয়েছেন। লালুপ্রসাদ যাদব রাহুল গান্ধীকে বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এটা আসলে একটা ফটো সেশন। কয়েক মাস আগে বিহারে প্রথম ফটো সেশনের আয়োজন করেছিলেন কেসিআর ও নীতীশ কুমার। টুকরে টুকরে গ্যাং প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে।”

[আরও পড়ুন:ভিস্তারার বিমানে ‘হাইজ্যাক’ হুমকি যাত্রীর! গ্রেপ্তার অভিযুক্ত]

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় (Patna) ১৭ বিরোধী দলের বৈঠকে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্তে একমত সকলে। আদর্শগত ভাবে নিজেদের মধ্যে ছোট ছোট মতানৈক্যকে দূরে সরিয়ে বিজেপি বিরোধিতায় এককাট্টা হতে চায় কংগ্রেস, জেডি(ইউ), আরজেডি, তৃণমূল, এনসিপি, পিডিপি। শুরু থেকেই এই বৈঠককে আক্রমণ করেছে বিজেপি শিবির। এবার গিরিরাজ সিংও খোঁচা দিলেন বিরোধীদের। 

[আরও পড়ুন:আনন্দ বদলে গেল বিষাদে, বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement