shono
Advertisement
Turkish Aviation firm

'সরকারের সিদ্ধান্তে যোগ নেই', ভারতীয় বিমানবন্দরে কাজের লাইসেন্স বাতিল হতেই সাফাই তুরস্কের সংস্থার

বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে সংস্থাটির লাইসেন্স বাতিল করা হয়।
Published By: Anwesha AdhikaryPosted: 11:16 AM May 16, 2025Updated: 01:45 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ভারতীয় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তুরস্কের সংস্থার লাইসেন্স বাতিল করেছে ভারত। তারপরেই পালটা দিয়ে মুখ খুলেছে সেলেবি অ্যাভিয়েশন ইন্ডিয়া। তাদের দাবি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই। এমনকি তাদের মালিকানাও তুরস্কের নয়। রাজনৈতিক যোগ নেই বলেও জানিয়েছে সেলেবি অ্যাভিয়েশন।

Advertisement

ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সামরিক সংঘাতে ‘গদ্দারি’ করেছে তুরস্ক। ভারতে হামলা চালাতে শুধু ড্রোন দিয়ে সাহায্য নয়, পাকিস্তানে সেনাও পাঠিয়েছিল তারা। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসতেই দু’মুখো সাপ তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে সর্বস্তরে। প্রশ্ন ওঠে বিমানবন্দর ব্যবস্থাপনার সংস্থা সেলেবিকে নিয়েও। দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু-সহ একাধিক ভারতীয় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে এই সংস্থা। 'বিশ্বাসঘাতক' তুরস্কের সংস্থার হাতে ভারতের বিমানবন্দরগুলির দায়িত্ব থাকা কতখানি নিরাপদ? এই প্রশ্ন তুলে দাবি ওঠে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক সেলেবিকে।

অবশেষে বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে সংস্থাটির লাইসেন্স বাতিল করা হয়। তারপর থেকেই খবর ছড়ায়, সংস্থাটির মালিকানা রয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কন্যা সুমিয়ি এরদোগানের হাতে। বিতর্কের মধ্যে বিবৃতি জারি করে সেলেবি জানিয়েছে, 'সুমিয়ি নামে কোনও শেয়ারহোল্ডার নেই আমাদের। সেলেবিগ্লু পরিবারের হাতে সংস্থার মালিকানা আছে, এবং ওই পরিবারের কোনও রাজনৈতিক যোগ নেই। গোটা বিশ্বে যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে কাজ করি আমরা। কোনওরকম রাজনৈতিক যোগ নেই আমাদের।"

লাইসেন্স বাতিল নিয়ে সেলেবির তরফে জানানো হয়, ভারতীয় কর্তৃপক্ষ নিয়মিত ব্যবস্থাপনা খতিয়ে দেখে। দেশের সমস্ত নিয়মকানুন যথাযথভাবে পালন করা হয় বলেই মত তুরস্কের সংস্থাটির। ভুয়ো তথ্যের জন্য ভারতে সেলেবির সুনাম নষ্ট হবে না বলেই আশা তাদের। তবে আপাতত ভারতের ক্লিয়ারেন্স চেক পরীক্ষায় ব্যর্থ হয়েছে তারা। ফলে লাইসেন্স আপাতত বাতিল থাকবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সামরিক সংঘাতে ‘গদ্দারি’ করেছে তুরস্ক।
  • 'বিশ্বাসঘাতক' তুরস্কের সংস্থার হাতে ভারতের বিমানবন্দরগুলির দায়িত্ব থাকা কতখানি নিরাপদ? এই প্রশ্ন তুলে দাবি ওঠে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক সেলেবিকে।
  • ভুয়ো তথ্যের জন্য ভারতে সেলেবির সুনাম নষ্ট হবে না বলেই আশা তাদের।
Advertisement