shono
Advertisement

স্বাবলম্বী! কুনোর অরণ্যে প্রথম শিকার ধরল মোদির ছাড়া নামিবিয়ার চিতারা

ফ্রেডি, এলটনদের এহেন সাফল্যে খুশি বনকর্মীরা।
Posted: 08:19 PM Nov 07, 2022Updated: 08:43 PM Nov 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৫০ দিনের মধ্যেই স্বাবলম্বী। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনোর অরণ্যে যে চিতাদের ছেড়েছিলেন প্রধানমন্ত্রী মোদি, তারা এবার স্বাবলম্বী হয়ে উঠেছে। চিতল হরিণ শিকার করেছেন দুটি চিতা – ফ্রেডি ও এলটন। এনক্লোজার থেকে খোলা জঙ্গলে তাদের ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই নিজেরা শিকার (Prey) ধরতে সক্ষম হয়েছে। এতে খুশি কুনো অভয়ারণ্যের বনকর্মীরা।

Advertisement

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আফ্রিকার (Africa) নামিবিয়া থেকে ৮ টি চিতা নিয়ে আসা হয়েছিল ভারতে। এদেশে ১৯৫২ সালে শেষ চিতা দেখা গিয়েছিল। সেই খরা কাটাতে এবছর চিতা আনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। সেইমতো ৮ টি চিতা এনে মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে ছাড়া হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) নিজে হাতে তাদের ছেড়েছিলেন। এদেশে চিতার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাপ্রকাশ করেছিলেন। তাদের এখানকার পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রথমে এনক্লোজারে রাখা হয়েছিল। রবিবার দুটি পুরুষ চিতাকে ছাড়া হয় খোলা অরণ্যে।

[আরও পড়ুন: আমার ঘরে হালুয়া পাঠাবেন’, গুরুনানকের জন্মদিনে শিখ সমাজের কাছে আবদার মমতার!]

আর তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম শিকার ধরল ফ্রেডি ও এলটন নামে দুই চিতা। এরা সম্পর্কে দুই ভাই। একটি চিতল হরিণ শিকার করেছে ফ্রেডি-এলটন। কুনোর বনকর্মীরা জানাচ্ছেন, শিকার হওয়ার চিতল হরিণটি দেখে মনে হচ্ছে, রবিবার সন্ধে থেকে সোমবার সকালের মধ্যে তারা ধরেছে হরিণটিকে। এক সিনিয়র বন আধিকারিকের কথায়, “২৪ ঘণ্টার মধ্যে চিতাদের এভাবে শিকার করতে পারবে ওরা, তা আমরা ভাবিনি। এটাই প্রমাণ করে যে প্রাণীগুলো সম্পূর্ণ সুস্থ। কোয়ারেন্টাইনে থাকার পরও তাদের শরীরের পেশি সবল রয়েছে।”

[আরও পড়ুন: ‘বিয়েতে খরচ নয়, সঞ্চয় করুন সন্তানের জন্য’, গুজরাটে গণবিবাহের অনুষ্ঠানে বার্তা মোদির]

এর আগে খবর পাওয়া গিয়েছিল, নামিবিয়ার একটি স্ত্রী চিতা, আশা, অন্তঃসত্ত্বা। এনিয়ে বিশেষ মুখ খুলতে চাননি বনকর্মী ও আধিকারিকরা। এবার ফ্রেডি-এলটনের এই সাফল্যের পর তাঁরা জানালেন, আশাকে এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। ১০ তারিখ তাঁকে গভীর জঙ্গলে ছাড়া হতে পারে। এরপর ধাপে ধাপে সকলকেই শিকার করে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এখনই দর্শকরা তাদের দেখতে পাবেন না। তার জন্য আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement