shono
Advertisement

ফের মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা উদ্ধবের গলায়, তীব্র নিন্দায় বিদ্ধ করলেন বিজেপিকে

দশেরার উৎসবে শামিল হয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
Posted: 07:08 PM Oct 16, 2021Updated: 07:40 PM Oct 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরার উৎসবে শামিল হয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মহারাষ্ট্রের সরকার ফেলার চক্রান্তের অভিযোগও তুললেন তিনি। পাশাপাশি, বিজেপি-র (BJP) বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘বাংলার পথেই বিজেপি-র মোকাবিলা করবে মহারাষ্ট্র।’’

Advertisement

মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে মাদক উদ্ধার এবং শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারি বিজেপি-র চক্রান্তের অংশ বলেই অভিযোগ শিবসেনা প্রধান উদ্ধবের। নরেন্দ্র মোদী-অমিত শাহদের তাঁর চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘‘ক্ষমতা থাকলে এই সরকার ফেলে দেখান।’’ গত সেপ্টেম্বরে আদানি গোষ্ঠী পরিচালিত গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে প্রায় ৩,০০০ কেজি মাদক উদ্ধার হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ১৯ হাজার কোটি টাকা। সেই প্রসঙ্গ তুলে উদ্ধবের প্রশ্ন, ‘‘মাদক কি শুধু মহারাষ্ট্র থেকেই উদ্ধার হচ্ছে?’’ মহারাষ্ট্র পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে ১৫০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে বলে জানিয়ে উদ্ধব আরিয়ান-কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র ভূমিকা নিয়েও খোঁচা দেন। তিনি বলেন, ‘‘আপনাদের সংস্থা এক চিমটে গাঁজা উদ্ধার করে আর আমাদের পুলিশ ১৫০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে। আপনারা তো সেলিব্রিটিদের ধরে ছবি তুলতেই উৎসাহী।’’

[আরও পড়ুন: শাহরুখপুত্র গ্রেপ্তারি: NCB কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক মহারাষ্ট্রের মন্ত্রী]

শুক্রবার রাতে নাগপুরে দশেরা উৎসবে ওই বক্তৃতায় বিজেপি-র বিরুদ্ধে মহারাষ্ট্রকে অপমান করার অভিযোগ তুলে উদ্ধব বলেন, ‘‘আপনারা মুম্বই পুলিশকে মাফিয়া বলেন! উত্তরপ্রদেশ পুলিশকে তাহলে কী বলবেন?’’ উদ্ধবের দাবি, বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস-এনসিপি-র সঙ্গে হাত মেলানোর কারণেই শিবসেনাকে কোণঠাসা করতে সক্রিয় হয়েছে বিজেপি। তিনি বলেন, ‘‘আমরা যখন আপনাদের সঙ্গে ছিলাম তখন ভাল ছিলাম! ইডি-কে ব্যবহার না করে সামনা-সামনি লড়ুন। অনেক চক্রান্তের পরেও আমাদের সরকার দু’বছর পূর্ণ করতে চলেছে।’’

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস শনিবার উদ্ধবের অভিযোগ খারিজ করে বলেন, ‘‘আমরা সরকার ফেলার জন্য কোনও চক্রান্তে করিনি। হতাশা থেকেই এমন কথা বলেছেন উদ্ধব।’’ পাশাপাশি, উদ্ধবের ‘বাংলা মডেল’ সম্পর্কে দেবেন্দ্রর মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, মহারাষ্ট্র পশ্চিমবঙ্গকে অনুসরণ করবে। মানে উনি বাংলার মতোই বিরোধীদের খুন করাতে চান। বিজেপি মহারাষ্ট্রকে বাংলা হতে দেবে না।’’

[আরও পড়ুন: ‘এক পেগ খেয়ে ঘুমোতে যেতে দিন পুরুষদের’, ছত্তিশগড়ের মন্ত্রীর পরামর্শ ঘিরে বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement