shono
Advertisement

Union Budget 2022: কীসের দাম কমছে? দাম বাড়ছে কোন পণ্যের?

একনজরে দেখে নিন বাজেট হাইলাইটস।
Posted: 01:22 PM Feb 01, 2022Updated: 02:56 PM Feb 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) ঘিরে আমজনতার আগ্রহ তুঙ্গে। তবে দুটো বিষয় নিয়েই আগ্রহ তুঙ্গে। সাধারণ মানুষ জানতে চায় আয়করে ছাড় মিলল কিনা আর সস্তা হল কোন সরঞ্জাম, কোন দ্রব্যেরই বা বাড়ল দাম। ফেব্রুয়ারির মাস পয়লায় পেশ করা কেন্দ্রীয় বাজেটে আয়করে মিলল না ছাড়। যা নিয়ে কার্যত হতাশ মধ্যবিত্ত। তবে আমদানি-রপ্তানি শুল্কে রদবদল হওয়ায় নিত্য প্রয়োজনীয় বেশকিছু জিনিস সস্তা হতে পারে। কী রয়েছে সেই তালিকায়?

Advertisement

সস্তা হচ্ছে

  • পোশাক
  • হীরে এবং মূল্যবান রত্ন
  • ইমিটেশনের গয়না
  • জুতো
  • চামড়ার ব্যাগ
  • পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক।
  • স্টিলের উপজাত দ্রব্য
  • মোবাইল ফোন
  • চার্জার
  • কৃষি সরঞ্জাম

 

[আরও পড়ুন: Union Budget 2022: নির্মলার বাজেটে হতাশ মধ্যবিত্ত, মিলল না প্রত্যাশিত আয়কর ছাড়]

দাম বাড়ছে

  • বিদেশি ছাতা
  • বিদেশ থেকে আমদানিকৃত যে কোনও পণ্য

একনজরে বাজেট ২০২২

  • ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান
  • আয়করে ছাড় নয়, জোর করকাঠামোর সরলীকরণে
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি
  • চলতি বছরই শুরু 5G পরিষেবা
  • দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাংকিং পরিষেবা
  • দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে RBI
  • রাজ্যগুলিকে সাহায্য করতে ১ লক্ষ কোটির তহবিল
  • ৪০০টি নতুন সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন
  • ২৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা
  • পড়ুয়াদের সুবিধার্থে ২০০টি টিভি চ্যানেল
  • জাতীয় পেনশন প্রকল্পে করছাড় ১৪ শতাংশ
  • চালু হচ্ছে চিপ যুক্ত ই-পাসপোর্ট পরিষেবা

[আরও পড়ুন: চলতি বছরেই দেশে 5G পরিষেবা, নিলামে উঠবে ‘স্পেকট্রাম’, ঘোষণা অর্থমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement