সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও শিরোনামে যোগী রাজ্য উন্নাও৷ জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে এক তরুণীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে৷ ওই ঘটনার ভিডিও করার অভিযোগ উঠল অপর এক যুবকের বিরুদ্ধে৷ এমনকী, ওই ঘটনার ভিডিও ভাইরাল করার হুমকি দেয় যুবক৷ তবে শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি সে, অভিযুক্তের সৌজন্যে আপাতত ভাইরাল ভিডিও৷
তিন যুবক বাড়ি থেকে জোর করে জঙ্গলে নিয়ে যায় তরুণীকে৷ জঙ্গলের ভেতরে দুজন যুবক ঘিরে ধরে যৌন হেনস্তা করে তাঁকে৷ গোটা ঘটনার ভিডিও করতে ব্যস্ত ছিল তৃতীয় যুবক৷ আত্মরক্ষার চেষ্টা করায় জুতো দিয়ে তরুণীকে মারধরের হুমকি দেয় এক যুবক৷ এছাড়াও তরুণীর উদ্দেশ্যে অশ্লীল কথাবার্তাও বলে অভিযুক্ত যুবকেরা৷
[যোগীর রাজ্যে ফের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক]
গঙ্গাঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ উত্তর উন্নাওয়ের পুলিশ সুপার অনুপ সিং বলেন, ‘‘মহিলাকে যৌন হেনস্তা করার একটি ভিডিও আমাদের হাতে এসেছে৷ আমরা ভিডিওটি খতিয়ে দেখেছি৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করেছি৷’’ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন ওই পুলিশকর্তা৷
প্রসঙ্গত গত এপ্রিলে উন্নাওয়ে ষোলো বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ সামনে আসে৷ ঘটনায় অভিযোগের আঙুল ওঠে এক বিজেপি নেতার বিরুদ্ধে৷ যদিও সুবিচারের আশায় নানা বাধার মুখে পড়তে হয় নির্যাতিতাকে৷ নিজের মেয়ের ধর্ষণের প্রতিবাদ করে জেলেও যেতে হয় কিশোরীর বাবাকে৷ নানা টানাপোড়েনের পর অপমানে আত্মঘাতী হন নির্যাতিতার বাবা৷ এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা৷ পরে যদিও নড়েচড়ে বসে প্রশাসন৷ আপাতত ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই৷ যোগী রাজ্যে যদিও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে৷ গত মাসেই উন্নাওয়ে ন’বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাতে উদ্ধারের পরই শোরগোল পড়ে যায়৷ ঘটনায় নাম জড়ায় বছর পঁচিশের এক যুবকের৷ তারপরেও তরুণীর যৌন হেনস্তা ও সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তা৷
The post ফের শিরোনামে উন্নাও, জঙ্গলে নিয়ে গিয়ে তরুণীকে যৌন হেনস্তা ৩ যুবকের appeared first on Sangbad Pratidin.
