shono
Advertisement

Goa Election 2022: ‘গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে TMC’, কানপুরের সভা থেকে তোপ মোদির

পালটা দিল তৃণমূলও।
Posted: 02:27 PM Feb 14, 2022Updated: 03:03 PM Feb 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর অভিযোগ, গোয়ায় ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করছেন তৃণমূল প্রার্থী। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি তুললেন মোদি। যোগীর রাজ্যে ভোটপ্রচারে গিয়ে তৃণমূলকে মোদির বেনজির আক্রমণের সমালোচনা করেছেন সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর কথায়, “বিজেপি ভয় পাচ্ছে। তাই এসব বলছে।”

Advertisement

২০২৪ -এর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে (UP Election 2022) কার্যত সেমিফাইনাল হিসেবে ধরছে ওয়াকিবহাল মহল। যোগীর রাজ্যে বিজেপিকে দুরমুশ করতে সমাজবাদি পার্টির হয়ে প্রচার সেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তীব্র আক্রমণ করেছেন বিজেপিকে। এবার কানপুরে ভোটপ্রচারে গিয়ে সেই তৃণমূলকে (TMC) নিশানা করলেন বিজেপির তারকা প্রচারক তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন: বিধাননগরে জয়ের পরই দলনেত্রী মমতার কাছে সস্ত্রীক সব্যসাচী দত্ত, পেলেন উপহারও]

সোমবার কানপুরের নির্বাচনী প্রচারসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তোপ, “গোয়ার তৃণমূল প্রার্থী বলছেন, হিন্দু ভোট ভাগ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। এটাই কি ধর্মনিরপেক্ষতা? উসকানিমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল থেকে মানুষের সাবধান হওয়া দরকার।” ভোটপ্রচারে গিয়ে মোদির এধরনের মন্তব্য ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তাঁকে পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

এদিন রাজ্যসভার তৃণমূল সাংসদের কথায়, “শুধু গোয়া নয়, অন্যান্য রাজ্যেও হারবে বিজেপি (BJP)। তাই ওরা ভয় পাচ্ছে। এসব মন্তব্য করছেন।” তবে গোবলয় থেকে নরেন্দ্র মোদির মতো হেভিওয়েট নেতা তৃণমূলকে নিশানা করায় জাতীয় রাজনীতিতে নয়া চর্চা শুরু হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের কথায়, এদিন প্রধানমন্ত্রীর মন্তব্য জাতীয়স্তরে তৃণমূলকে নয়া গুরুত্ব দেবে। 

[আরও পড়ুন: COVID-19: দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল ৩৫ হাজারের নিচে, দিল্লিতে খুলল নার্সারি স্কুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement