সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও মানুষের মাথার খুলি জোগাড় করে আনতে পারলেই সহজে কোটিপতি হওয়া সম্ভব, এমনই নির্দেশ দিয়েছিলেন ইউটিউব থেকে তন্ত্র সাধনার শিক্ষা নেওয়া তান্ত্রিক। সেই পরামর্শ মতো এক যুবককে খুন করে তাঁর মাথা কেটে নিয়ে যাওয়া হল তান্ত্রিকের কাছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনায় দুই তান্ত্রিক-সহ মোট চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইউটিউব দেখে তন্ত্রশিক্ষা নিয়েছিলেন দুই যুবক। তারাই তাঁদের এক বন্ধুকে পরামর্শ দেয় ইউটিউবে তাঁরা জেনেছে কীভাবে সহজে ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক হওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন মানুষের খুলির। তা জোগাড় করতে পারলেই বাকি কাজ তারা করে ফেলবে। তান্ত্রিক বন্ধুর পরামর্শ মতো শিকার খুঁজছিলেন অভিযুক্ত বিকাশ। এর পর পরিচিত এক যুবককে বাড়িতে ডেকে এনে খুন করে তাঁকে। এবং মৃতের কাটা নিয়ে যায় তান্ত্রিকের কাছে।
এই হত্যাকাণ্ড ঘটেছিল ২০২২ সালের জুন মাসে। ঘটনার পর ২৪ জুন টিলা মোড়ে এক যুবকের মাথা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই কাটা মুন্ডু বিহারের মোতিহারি জেলার রাজু কুমারের। এর পরই তদন্তের জাল গোটাতে শুরু করে পুলিশ। জানা যায়, বিহারের বাসিন্দা বিকাশ দিল্লিতে টোটো চালান। তাঁর পরিচয় হয় দিল্লির জিটিবি হাসপাতালের লিফট অপারেটর নরেন্দ্রর সঙ্গে। নরেন্দ্রর মাধ্যমে পবন এবং পঙ্কজ নামে দুই তান্ত্রিকের পরিচয় হয় বিকাশের। তাঁদের পরামর্শের খুন করে বিকাশ। রাজুকে খুনের সময় বিকাশকে সাহায্য করে ধনঞ্জয় এবং নরেন্দ্র। এদিকে পুলিশি জেরায় অভিযুক্ত পবন এবং পঙ্কজ জানায় ইউটিউব দেখে তন্ত্রশিক্ষা নিয়েছিলেন দুইজন।
ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। যে অস্ত্রে খুন করা হয়েছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তল্লাশি অভিযান চালিয়ে অন্য এক প্রাণীর মাথার খুলি ও খুনের সময় কথোপকথনের জন্য যে ফোন ব্যবহার হয়েছিল তা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে।
