shono
Advertisement
Uttar Pradesh

দেশের পর্যটন মানচিত্রে সেরা উত্তরপ্রদেশ, ২০২৫-এ ভাঙল পর্যটক সমাগমের সব পুরনো রেকর্ড

২০২৫ সালে উত্তরপ্রদেশে ১৩৭ কোটিরও বেশি পর্যটক ভ্রমণ করেছেন।
Published By: Hemant MaithilPosted: 03:48 PM Dec 31, 2025Updated: 03:48 PM Dec 31, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: ভারতের পর্যটন মানচিত্রে শীর্ষে উঠে এল উত্তরপ্রদেশ। ২০২৫ সালে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের এমনই তথ্য সামনে এল। উত্তরপ্রদেশ এখন দেশের এক নম্বর পর্যটন গন্তব্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোর আধুনিকীকরণ এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি।

Advertisement

২০২৫ সালে উত্তরপ্রদেশে ১৩৭ কোটিরও বেশি পর্যটক ভ্রমণ করেছেন। পাশাপাশি বিদেশি পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে ৩.৬৬ লক্ষ। এই সাফল্যের বড় অংশ জুড়ে রয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ। কেবল এই একটি ইভেন্টেই ৬৬ কোটির বেশি পুণ্যার্থী সমাগম সম্ভব হয়েছিল। অযোধ্যা, বারাণসী এবং মথুরা-বৃন্দাবন এখন দেশের প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

যোগী সরকার পর্যটনের মানোন্নয়নে ১২৮৩.৩৩ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। বারাণসীর ঘাটগুলোর সৌন্দর্যবর্ধন করা হয়েছে। রাম বনগমন মার্গে পর্যটক সুবিধা কেন্দ্র তৈরি করা হচ্ছে। পরিবহন ব্যবস্থা উন্নত করতে বিমান, রেল ও বাস পরিষেবার ব্যাপক বিস্তার ঘটানো হয়েছে। পাশাপাশি হোটেল ও হোম-স্টে সুবিধার কারণে বিদেশি পর্যটকরাও এখন আগের চেয়ে বেশি আকৃষ্ট হচ্ছেন।

অযোধ্যার দীপোৎসব এবং বারাণসীর রামলীলা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে পর্যটনের গরিমা বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী পর্যটন উন্নয়ন সমবায় প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়েও উন্নয়নের কাজ চলছে। সরকারের এই নিরলস প্রচেষ্টায় উত্তরপ্রদেশ কেবল অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে না, বরং নিজের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকেও বিশ্বমঞ্চে সগৌরবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের পর্যটন মানচিত্রে শীর্ষে উঠে এল উত্তরপ্রদেশ।
  • যোগী সরকার পর্যটনের মানোন্নয়নে ১২৮৩.৩৩ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।
  • অযোধ্যার দীপোৎসব এবং বারাণসীর রামলীলা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে পর্যটনের গরিমা বাড়িয়েছে।
Advertisement