shono
Advertisement
Uttar Pradesh

গুটখায় লাল উত্তরপ্রদেশ বিধানসভা! বিধায়কদের থুতু পরিষ্কার করালেন স্পিকার

বিধানসভা কক্ষে থুতু ফেলার ঘটনায় শোরগোল।
Published By: Kishore GhoshPosted: 05:04 PM Mar 04, 2025Updated: 05:11 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রায় অধিকাংশ শহরের পথঘাট লাল হয়ে ওঠে গুটখা, পান মশলার থুতুতে! উত্তরপ্রদেশ, বিহারের মতো গোবলয়ের রাজ্যগুলি এই নেশায় বাকি ভারতকে টেক্কা দেয়। এবার খোদ যোগীরাজ্যের বিধানসভার ভিতরে গুটখা খেয়ে থুতু ফেলার অভিযোগ উঠল কয়েক জন বিধায়কের বিরুদ্ধে। এই বিষয়ে জানালেন খোদ বিধানসভার স্পিকার সতীশ মহানা। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভার সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন সতীশ মহানা। তিনি বলেন, "আজ সকালে খবর পেয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিধানসভার মেঝে পরিষ্কার করিয়েছি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিধায়কদের, যাঁরা গুটখা খেয়ে থুতু ফেলেছেন। সাধারণ মানুষের কটাক্ষের মুখে পড়তে পারেন, সেকথা ভেবে তাঁদের নাম প্রকাশ্যে বলছি না। আমি বিধানসভার সমস্ত সদস্যদের বলছি, যদি দেখেন এই কাজ কেউ করছেন, তাঁদের বাধা দিন। বিধানসভা কক্ষ পরিষ্কার রাখা আমাদের কর্তব্য।"

গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। সেখানে একাধিক দুর্ঘটনায় পুণ্যার্থীদের মৃত্যু হলেও পরিষ্কার পরিচ্ছন্নতায় যোগী প্রশাসনকে 'ফুল মার্কস' দিয়েছে সকলেই। সেই উত্তরপ্রদেশে খোদ বিধানসভার ভিতরে বিধায়কদের বিরুদ্ধে থুতু ফেলার অভিযোগ ওঠায় নিন্দার ঝড় উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভার সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন সতীশ মহানা।
  • গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে মহাকুম্ভ মেলা।
Advertisement