shono
Advertisement
AIIMS

ডাক্তার সেজে এইমসের হস্টেল থেকে সোনা, নগদ চুরি! গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার ল্যাবকর্মী

ছেলেবেলা থেকেই সোনার গয়নার শখ। তা মেটাতেই চুরি করেছে মহিলা বলে দাবি পুলিশের।
Published By: Subhankar PatraPosted: 09:15 PM Apr 04, 2025Updated: 09:17 PM Apr 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাক্তার সেজে দিল্লি এইমসের হস্টেলের ঘর থেকে চুরি! গাজিয়াবাদ থেকে প্রাইভেট হাসপাতালের ল্যাব টেকনেশিয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। ধরা পড়ার পর অভিযুক্তের সাফাই, ছেলেবেলা থেকেই সোনার গয়নার শখ। তা মেটাতেই চুরি করেছে মহিলা।

Advertisement

দিনকয়েক আগে দিল্লি এইমসের এক ডাক্তার থানায় অভিযোগ জানায় তাঁর রুম থেকে কুড়ি হাজার নগদ, সোনার গয়না চুরি গিয়েছে। তদন্তে নামে পুলিশ। সাব ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে এইমস ক্যাম্পাসের ১০০টি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানেই দেখা যায়, এক মহিলা চিকিৎসকদের অ্যাপ্রন পরে ঘরের দরজায়, দরজায় ঘুরছিলেন। একটি রুম খোলা পেতেই সেখানে ঢুকে 'অপারেশন' চালায় সে। সিসিটিভি ফুটেজেই দেখা গিয়েছে, পরে স্কুটি চালিয়ে বেরিয়ে যান মহিলা। ওই স্কুটির নম্বর প্লেট শণাক্ত করে পুলিশ জানতে পারে সেটি গাজিয়াবাদের। সেই সূত্রে ধরে অভিযান চালান তদন্তকারীরা। মহিলার থেকে দু'টি সোনার চেন, রিং, কানের দুল, নগদ ৪৫০০ টাকা ও স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান বলেন, "ধৃতের সোনার গয়না পরার ইচ্ছা ছিল। তার জন্য হাসপাতাল থেকে চুরি করে বলে জানিয়েছে আমাদের। সিকিউরিটি গার্ড ও অন্যদের চোখে ধুলো দিতে ডাক্তারদের অ্যাপ্রন ব্যবহার করেছিল মহিলা।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডাক্তার সেজে দিল্লি এমইসের হস্টেলের ঘর থেকে চুরি!
  • গাজিয়াবাদ থেকে প্রাইভেট হাসপাতালের ল্যাব টেকনেশিয়ানকে গ্রেপ্তার করল পুলিশ।
  • ধরা পড়ার পর অভিযুক্তের সাফাই, ছেলেবেলা থেকেই সোনার গয়নার শখ। তা মেটাতেই চুরি করেছে মহিলা।
Advertisement