সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক বিবাদ চলে এল প্রকাশ্য রাস্তায়। চলন্ত বাইকেই স্বামীকে জুতোপেটা স্ত্রীর! ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। সমাজমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক)। উঠছে একাধিক প্রশ্নও। কিন্তু কী নিয়ে ওই দম্পতির বচসা বাঁধে তা স্পষ্ট নয়।
২১ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে বাইকটি। চালকের আসনে এক যুবক। পিছনে বসে রয়েছেন এক যুবতী। আচমকা তিনি যুবকের গালে এবং মাথায় জুতো দিয়ে মারতে থাকেন। এরপর তিনি জুতোটি বাঁ হাতে নিয়ে ফের যুবককে আঘাত করতে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল এত মারের পরও যুবক কোনও উচ্চবাচ্যই করলেন না। নিজের মনেই গাড়ি চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি ভিডিওটি ‘ঘর কে কালেশ’ নামক একটি এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। সেখানেই দাবি করা হয়েছে ঘটনাটি লখনউয়ের। কিন্তু বাকি আর বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি সম্পর্কে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "সুস্থ সমাজে এই ধরনের ব্যবহার কারও থেকে আশা করা যায় না। কীভাবে ওই যুবতী এই কাজ করতে পারলেন?" আরও একজন লিখেছেন, "গাড়ি চলাকালীন এরকম আচরণের ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত।"
