shono
Advertisement
Yusuf Pathan

বিদেশে পাকিস্তানের মুখোশ খুলতে মোদির ভরসা ইউসুফ, রিজিজুর ফোন পেলেন তৃণমূল সাংসদ

ইউসুফ যে দলে থাকছেন তার নেতৃত্বে রয়েছেন আপ সাংসদ সঞ্জয় ঝাঁ।
Published By: Amit Kumar DasPosted: 09:25 PM May 17, 2025Updated: 02:09 AM May 18, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: বিদেশের মাটিতে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভরসা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান! বহরমপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদকে কেন্দ্রীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হল কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, ইউসুফ যে দলে থাকছেন তার নেতৃত্বে রয়েছেন আপ সাংসদ সঞ্জয় ঝাঁ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ মে বিকেলে রওনা দেবে দলটি। 

Advertisement

পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। কেন্দ্র সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাতে চলেছে। ওই প্রতিনিধিদলে শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকছেন। আর সেই দলের অন্যতম মুখ হতে চলেছেন ইউসুফ। রাজনৈতিক বিরোধ ভুলে বহরমপুরের এই তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। জানা যাচ্ছে, ইউসুফও এই আমন্ত্রণ পাকিস্তানের মুখোশ খোলার সুযোগ হিসাবে গ্রহণ করেছেন। দলীয় নেতৃত্ব অনুমোদন দিলে এই প্রতিনিধি দলের অংশ হিসেবে যোগ দেবেন ইউসুফ পাঠান।

সূত্রের খবর, গোটা বিশ্বের কাছে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরতে ৭টি দল পাঠাচ্ছে কেন্দ্র। এর দলগুলিকে নেতৃত্ব দেবেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, বিজয়ন্ত পান্ডা (বিজেপি), কানিমোঝি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (এনসিপি), একনাথ শিণ্ডে (শিব সেনা), শশী থারুর (কংগ্রেস), সঞ্জয় ঝাঁ (জেডিইউ)। জানা যাচ্ছে, সঞ্জয় ঝাঁ-এর ৯ সদস্যের দলে রয়েছেন ইউসুফ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ মে দলটির রওনা হওয়ার সম্ভাবনা। এই প্রতিনিধি দল ৫টি দেশে যাবে। যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,  কোরিয়া, সিঙ্গাপুর ও জাপান।

উল্লেখ্য, পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় প্রতিনিধি দলে ইউসুফের উপস্থিতি কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনীতিকে পিছনে ফেলে দেশের স্বার্থ সবার আগে, এই নীতিকে মাথায় রেখে এই প্রতিনিধি দল তৈরি করা হচ্ছে কেন্দ্রের তরফে। বিজেপির পাশাপাশি এই দলে নজর কেড়েছেন বিরোধীদলের সাংসদরাও। পাশাপাশি পাকিস্তান বিশ্বমঞ্চে ভারতকে মুসলিম বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে, সেখানে এই প্রতিনিধি দলে সংখ্যালঘু মুখের উপস্থিতি পাক মিথ্যাচারের প্রমাণ দেবে। জানা যাচ্ছে, ৭টি প্রতিনিধি দলের একটিতে থাকছেন দেশের আরও এক সংখ্যালঘু মুখ হায়দরাবাদের মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। বিজয়ন্ত পান্ডার ৮ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদেশের মাটিতে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভরসা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান!
  • বহরমপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদকে কেন্দ্রীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হল কেন্দ্রের তরফে।
  • সূত্রের খবর, ইউসুফ যে দলে থাকছেন তার নেতৃত্বে রয়েছেন আপ সাংসদ সঞ্জয় ঝাঁ।
Advertisement