shono
Advertisement

মার্কিন মুলুকে যৌন হেনস্থায় অভিযুক্ত কাশ্মীরি অ্যাথলিট

ভারত আগেই তনভিরকে ভিসা দিতে অস্বীকার করেছিল৷ তাও... The post মার্কিন মুলুকে যৌন হেনস্থায় অভিযুক্ত কাশ্মীরি অ্যাথলিট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM Mar 03, 2017Updated: 03:58 PM Mar 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সারনাক লেকে বিশ্ব স্নো শ্যু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে গিয়েছিল শ্রীনগরের বাসিন্দা তনভির হুসেন৷ তবে প্রতিযোগিতায় লড়াইয়ের বদলে শ্রীঘরে ঠাঁই হল ২৪ বছরের যুবকের৷ স্থানীয় এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷

Advertisement

‘দেশদ্রোহীদের’ অটোয় সফর করতে দেবেন না চালকরা!

ঘটনার সূত্রপাত হয় গত সোমবার৷ নাবালিকার পরিবার সেদিনই পুলিশের কাছে অভিযোগ জানায়৷ বুধবার তনভিরকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশ সার্জেন্ট কেসি রিয়ারডন জানিয়েছেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে তনভির। পালানোর চেষ্টা করেনি সে৷ তবে একইসঙ্গে তনভিরের দাবি, সে নির্দোষ৷ অবশ্য ভাষাগত কিছু সমস্যা রয়েছে তনভিরের৷ তাই বিচারপতি মনে করছেন ভাষার জন্য তনভির হয়তো বুঝতে পারছে না তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে৷ আপাতত এসেক্স কাউন্টি জেলে রাখা হয়েছে তাকে৷ জামিনের জন্য দিতে হবে ৫০০০ মার্কিন ডলার ও আর বন্ডের জন্য দিতে হবে কমপক্ষে ১০,০০০ ডলার৷

হতে পারে রাসায়নিক ও জৈবিক হামলা, সতর্কবার্তা সেনাপ্রধানের

প্রসঙ্গত, কাশ্মীরি আদালতের ভিসার আবেদন আগেই বাতিল করে দিয়েছিল ভারতীয় দূতাবাস৷ কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ ও খেলার আয়োজকদের মাধ্যমে ভিসা পেয়ে আমেরিকায় প্রতিযোগিতায় অংশ নিতে যায় তনভির হুসেন ও তাঁর ম্যানেজার আবিদ হুসেন খান৷

‘তাওয়াং চিনেরই অংশ, ভারত এটা মেনে নিলেই মিটবে সীমান্ত সমস্যা’

The post মার্কিন মুলুকে যৌন হেনস্থায় অভিযুক্ত কাশ্মীরি অ্যাথলিট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement