shono
Advertisement

অশ্বিনকে বাদ দেওয়া হল কেন? কী সাফাই ভারতের বোলিং কোচের?

অশ্বিনকে না খেলানো বিরাট ভুল, মত প্রাক্তন ক্রিকেটারদের।
Posted: 11:52 AM Jun 08, 2023Updated: 11:52 AM Jun 08, 2023

রাজর্ষি গঙ্গোপাধ‌্যায়, ওভাল: ওভাল টেস্টে (World Test Championship Final) রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়ে প্রথম দিনের পর থেকেই ভালরকম চর্চা শুরু হয়ে গিয়েছে। সোশ‌্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা যেমন ক্ষোভ উগরে দিচ্ছেন, তেমনই প্রাক্তন ক্রিকেটাররাও পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, অশ্বিনকে (Ravichandran Ashwin) না খেলিয়ে ভারত বড়সড় একটা ভুল করে ফেলেছে।

Advertisement

অশ্বিন ইস‌্যু নিয়ে যতই সমালোচনার সুনামি বয়ে যাক কেন, ভারতীয় টিম (Team India) ম‌্যানেজমেন্টে অবশ‌্য নিজেদের স্টান্স থেকে এতটুকু সরছে না। বরং বলে দেওয়া হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী প্রথম এগারো বাছা হয়েছে। এদিন প্রেস কনফারেন্সে এসেছিলেন টিমের বোলিং কোচ পরশ মামরে। স্বাভাবিকভাবেই অশ্বিন নিয়ে বাউন্সার সামলাতে হল তাঁকে।

[আরও পড়ুন: মোটা বেতন, বোনাস থেকে ক্লাবের শেয়ার! বেকহ্যামের ক্লাবে কী কী পাবেন মেসি?]

পরশ বললেন, ‘‌‘অশ্বিনের মতো একজন চ‌্যাম্পিয়ন বোলারকে টিমের বাইরে রাখাটা সবসময় কঠিন। কিন্তু সকালে যেরকম কন্ডিশন ছিল, তাতে আমাদের মনে হয়েছিল একজন বাড়তি পেসার নিয়ে খেললে সুবিধা হবে। অতীতেও সেটা আমাদের সাফল‌্য দিয়েছে। আপনারা হয়তো বলতেই পারেন, একজন বেশি স্পিনার খেলালে সুবিধা হত। কিন্তু আমরা কন্ডিশন অনুযায়ীই দল নির্বাচন করেছি।’’

প্রথম দিনটা ভারতীয় দলের কাছে মোটেই সুখকর না হলেও টিমের প্রত‌্যাবর্তন নিয়ে আশাবাদী মামরে। বললেন, ‘‌‘বৃহস্পতিবারের সকালের সেশনটা খুব গুরুত্বপূর্ণ। নতুন বলটা কাজে লাগাতে হবে। আমরা যতটা ভেবেছিলাম, শেষ দুটো সেশনে তার চেয়ে অনেক ভাল হয়ে গিয়েছিল পিচ।’’ 

[আরও পড়ুন: অভিষেক ঘরনি রুজিরাকে জিজ্ঞাসাবাদে তৎপর ED, কড়া নিরাপত্তা সিজিও কমপ্লেক্সে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement