shono
Advertisement

সমস্যা নিয়েই আজ বাহরিনের বিরুদ্ধে নামছে সুনীল ছেত্রীহীন ভারত

আজ ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় শুরু ম্যাচ।
Posted: 10:39 AM Mar 23, 2022Updated: 10:48 AM Mar 23, 2022

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকালে বাহরিনে বসে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ এবং নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘান যখন ভারতে থাকা সাংবাদিকদের সঙ্গে ভারচুয়াল সাংবাদিক সম্মেলন করছেন, ঠিক তখন জাতীয় দলে থাকা সাতজন ফুটবলার ভিসা না পেয়ে অপেক্ষা করছেন বিমানবন্দরে। পরে ফেডারেশন কর্তারা নানাভাবে চেষ্টা করে বিকেল চারটের বিমানে রওনা দেন বাহরিন। ফলে বুধবার বাহরিনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে চোটের জন্য না যাওয়া সুনীল ছেত্রী (Sunil Chhetri) বাদে সবাইকেই পাচ্ছেন ভারতের কোচ ইগর স্টিমাচ।

Advertisement

আইএসএলের (ISL 2022) পারফরম্যান্সের ভিত্তিতে এবার দলগঠন করেছেন কোচ স্টিমাচ। বেশ কিছু নতুন মুখ দেখা গিয়েছে দলে। বিশেষ করে প্রভসুখন গিল, অনিকেত যাদব, রোশন সিংয়ের মতো সাতজন নতুন মুখকে স্কোয়াডে রাখা হয়েছে। ফুটবলের ইতিহাসে কখনও বাহরিনকে হারাতে পারেনি ভারত (Indian Football Team)। ১৯৮২ সালে একবার গোলশূন্য ড্র করেছিল ভারতীয় দল। সেটাই বলতে গেলে সেরা পারফরম্যান্স মেন ইন ব্লুয়ের। দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের এশিয়া কাপে। সেই ম্যাচে ভারত শেষ মুহূর্তে গোল খেয়েছিল। যদিও ডেডবল থেকে। তাই আজ কী করে ভারত, সেটাই ফুটবল প্রেমীদের কাছে কৌতূহলের বিষয়।

[আরও পড়ুন: হায়দরাবাদের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১১, ছড়াল তীব্র আতঙ্ক]

লম্বা আইএসএল খেলার পর ফিফা প্রীতি ম্যাচ (FIFA Friendly match)। স্বাভাবিকভাবেই ফুটবলাররা ক্লান্ত থাকতে পারেন। যদিও সন্দেশ বললেন, “জাতীয় দলের হয়ে খেলাটা সবসময়ই ফুটবলাদের আলাদাভাবে উদ্বুব্ধ করে। ফলে বাহরিনের বিরুদ্ধে খেলতে গিয়ে ক্লান্ত থাকার কোনও প্রশ্নই ওঠে না। মাঠে নেমে আমরা সবাই নিজেদের সেরাটা উজাড় করে দেব।”

স্টিমাচও (Igor Stimach) বাহরিন ম্যাচ নিয়ে যথেষ্ট আশার কথাই শুনিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “এবারের আইএসএলে ভারতীয় ফুটবলাররা বেশ ভাল পারফরম্যান্স করেছেন। আশা করছি ওদের সেই পারফরম্যান্স বাহরিন ম্যাচেও থাকবে আর আমরা ভাল ফুটবল খেলতে পারব এবং জিতে ফিরতে পারব ।” আজ ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় শুরু ম্যাচ।

[আরও পড়ুন: আগামী দিনে সব শূন্যপদ পূরণ করবে রাজ্য, দ্রুত শুরু শিক্ষক নিয়োগ, বিধানসভায় আশ্বাস ব্রাত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement