shono
Advertisement

চারটি নতুন ফর্ম চালু করল আয়কর দফতর

চারটি ফর্মই ই-ফাইলিং ব্যবস্থার মাধ্যমে পূরণ করা যাবে৷ একই সঙ্গে হাতে লিখেও এই ফর্ম ভরা যাবে৷
Posted: 05:54 PM Jun 03, 2016Updated: 12:24 PM Jun 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের যে সব সংস্থা এবং মানুষের হাতে হিসাব-বহির্ভূত বা গোপন অর্থ আছে, তাঁরা যাতে সেই আয় ঘোষণা করতে পারেন সে জন্য চারটি নতুন ফর্ম চালু করল আয়কর দফতর৷
এ দিন এক বিজ্ঞপ্তি জারি করে আয়কর দফতর ওই ফর্মের কথা জানিয়েছে৷ আয় ঘোষণার জন্য ১, ২, ৩ এবং ৪- এই চারটি ফর্মই ই-ফাইলিং ব্যবস্থার মাধ্যমে পূরণ করা যাবে৷ একই সঙ্গে হাতে লিখেও এই ফর্ম ভরা যাবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement