সুকুমার সরকার, ঢাকা: সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বৈঠকে বসলেন ভারত-বাংলাদেশের জেলাস্তরের শীর্ষ আধিকারিকরা৷ বুধবার চট্টগ্রামে ভারতের উনাকাটি, ধলাই ও উত্তর ত্রিপুরা এবং বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলবিবাজারের ডিএম-ডিসিদের দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছয়টি সীমান্তবর্তী জেলার শাসক, বিএসএফ- বিজিবি প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট৷ নিরাপত্তা ছাড়াও দুই দেশের আধিকারিকদের মধ্যে সড়ক নির্মাণ-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়৷ সম্মেলনে ভারতের পক্ষে নেতৃত্ব দেন উনাকাটির জেলা ম্যাজিস্ট্রেট পি আর ভট্টাচার্য এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারও।
অন্যদিকে, মঙ্গলবার রাতে ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকা থেকে জেএমবির ৫ জন সদস্যকে আটক করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বুধবার ঢাকা মেট্রোপলিটান পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইটে রাজধানী ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। বিস্ফোরক সংগ্রহ করছিল আটক জেএমবির পাঁচ সদস্য। ধৃতদের কাছ থেকে ৩০ কেজি বোমা তৈরির সরঞ্জাম, জেহাদি বই উদ্ধার করা হয়।
The post ইন্দো-বাংলা সীমান্তে নিরাপত্তা বাড়াতে বৈঠক দুই দেশের শীর্ষ কর্তাদের appeared first on Sangbad Pratidin.