shono
Advertisement

IPL 2023: ট্রফির খরা কাটবে বিরাটদের! কেমন হল RCB’র প্রথম একাদশ?

আরসিবির শক্তি-দুর্বলতা কী?
Posted: 09:16 PM Mar 29, 2023Updated: 09:16 PM Mar 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাফ ডু’প্লেসিসের নেতৃত্বে দ্বিতীয় মরশুম। এর আগে একাধিকবার তীরে এসে তরী ডুবেছে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা রয়ে গিয়েছে আরসিবির। তাই এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু আদৌ কি টুর্নামেন্ট জেতার মতো মশলা আছে বিরাটদের হাতে? কেমন হল এবারের দল বাছাই? আরসিবির শক্তি ও দুর্বলতাই বা কী? চলুন দেখে নেওয়া যাক।

Advertisement

প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটিদার, সুযশ প্রভুদেশাই, মনোজ ভান্ডাগে, মহিপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, ডেভিড উইলি, ফিন অ্যালেন, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, আকাশ দীপ, অবিনাশ সিং, জোস হ্যাজলউড, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, কর্ণ শর্মা, রাজেন কুমার, হিমাংশু শর্মা, কর্ণ শর্মা, সোনু যাদব, রিসে টপলি

[আরও পড়ুন: ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’, ওয়ানডে দলে ফেরার জন্য আইপিএলকে পাখির চোখ করছেন ভারতের তারকা বোলার]

দলের শক্তি:
আরসিবির ব্যাটিং লাইন আপের দিকে তাকালে দেখা যাচ্ছে, একাধিক পাওয়ার হিটার, অভিজ্ঞ, টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট ব্যাটার করেছে দলে। ডু প্লেসিস, ম্যাক্সওয়েল, কোহলির মতো তারকা যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফিনিশার হিসেবে দল পাচ্ছে কার্তিককে। আনিশ্বর গৌতম, অনুজ রাওয়াতের মতো ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করা ক্রিকেটারদের দলে রেখে রিজার্ভ বেঞ্চ পক্ত করেছে আরসিবি।
দলের দুর্বলতা:
সম্ভাব্য একাদশের দিকে তাকালে যে কোনও দলই আরসিবিকে হিংসা করবে। কোহলি, ম্যাক্সওয়েল, ডু প্লেসিস, কার্তিক, হর্ষল, সিরাজ…। কিন্তু লোয়ার মিডল-অর্ডারে এখনও তেমন ভরসাযোগ্য মুখ নেই। হ্যাজেলউডকে শুরু থেকে পাওয়া যাবে না। তাঁর অনুপস্থিতিতে পেস বিভাগও দুর্বল মনে হচ্ছে। ভারতের পিচে ভাল ভারতীয় স্পিনারও দরকার ছিল আরসিবির।

[আরও পড়ুন: টি-টোয়েন্টিতে আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন, আইরিশদের বিরুদ্ধে ১৮ বলে ৫০ কেকেআর তারকার]

নজর কাড়তে পারেন যাঁরা:
বিরাট কোহলির কেরিয়ারে নতুন করে কিছু পাওয়ার নেই। শুধু ট্রফি ক্যাবিনেটে আইপিএল ট্রফির সংখ্যাটা শূন্য। এবারে সেই অভাবটা পূরণ করতে চাইবেন বিরাট। তাছাড়া টি-২০ ফরম্যাটে যে তিনি এখনও পুরনো হয়ে যাননি, সেটাও প্রমাণ করার দায় রয়েছে বিরাটের উপর। এবার আরসিবির সবচেয়ে নজরকাড়া তারকা হতে পারেন তিনিই। তাছাড়া হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজরাও বিশ্বকাপের বছর নজর কাড়তে চাইবেন। তরুণ অলরাউন্ডার হিসেবে এবার নজর কাড়তে পারেন বাংলার শাহবাজ আহমেদ।

সম্ভাব্য একাদশ:
ফ্যাফ ডু প্লেসিস, অনুজ রাওয়াত/রজত পাটিদার, বিরাট কোহলি, মাহিপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, জোস হ্যাজলউড/ডেভিড উইলি, মহম্মদ সিরাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement