সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর আইপিএলের তৃতীয় সফলতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বরাবরের মহাতারকা বিমুখ নাইটরা ভরসা রাখে টিম গেমে। তবে একের পর এক চোট আঘাত জনিত সমস্যা, এবং ক্রিকেটারদের না থাকা এবছর নাইটদের বেশ দুর্বল করে দিয়েছে। কেমন হতে পারে গতবারের রানার্স-আপদের প্রথম একাদশ? দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক কেকেআরকে।
প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
শ্রেয়স আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), নারায়ণ জগদীশন, রহমানুল্লাহ গুরবাজ, লিটন দাস, শাকিব-আল হাসান, মনদীপ সিং, ডেভিড ভিসে, সুয়াস শর্মা, শার্দূল ঠাকুর, অনুকুল রায়, সুনীল নারিন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, উমেশ যাদব, বৈভব অরোরা, কুলওয়ান্ত কেজরোলিয়া।
[আরও পড়ুন: মমতার ধরনামঞ্চে তৃণমূলে যোগ তরুণ কুমারের নাতি সৌরভের]
দলের শক্তি:
কেকেআরের (KKR) সবচেয়ে বড় শক্তি দলে অলরাউন্ডারদের উপস্থিতি। রাসেল, শাকিব, ডেভিড ভিসে, নারিন, শার্দূল ঠাকুর (Shardul Thakur), অনুকুল রায়রা নাইটদের প্রথম একাদশে ভারসাম্য আনতে সাহায্য করবে। বোলিং বিভাগেও কমবেশি সবরকম বিকল্প আছে নাইটদের হাতে। সেই সঙ্গে রয়েছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মগজাস্ত্র। যা তরুণ নাইটদের জন্য অক্সিজেনের কাজ করতে পারে।
দলের দুর্বলতা:
শ্রেয়স আইয়ারের চোট। যার ফলে খাতায় কলমে কেকেআরের ব্যাটিং লাইন টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল। কেকেআরের একজন ভারতীয় ব্যাটারও জাতীয় দলের চৌহদ্দিতে নেই। এমনকী পার্ট-টাইম অধিনায়ক নীতীশ রানাও (Nitish Rana) নন। রাসেল, নারিনরাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েকশো যোজন দূরে। অভিজ্ঞতার অভাব, এবার ভালমতো ভোগাতে পারে কেকেআরকে। তবে সবচেয়ে চিন্তার জায়গা সম্ভবত অধিনায়কত্ব নিয়ে। নীতীশ রানার কমবেশি অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও রাসেল-শাকিবদের মতো তারকাদের সঙ্গে মানিয়ে নেওয়াটা তাঁর পক্ষে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।
[আরও পড়ুন: ৬ মাসে দ্বিতীয়বার! ভারতে ‘নিষিদ্ধ’ পাক প্রশাসনের টুইটার হ্যান্ডেল]
নজর কাড়তে পারেন যাঁরা:
শ্রেয়সের অনুপস্থিতিতে নীতীশ রানা এবং রিংকু সিং দু’জনের কাছেই সুযোগ থাকছে নিজেদের জাত চিনিয়ে দেওয়ার। ব্যাটিং লাইন-আপে এ বছর জ্বলে ওঠার সুযোগ পাবেন এই দুই তারকাই। তবে এ বছরও নাইটদের এক্স ফ্যাক্টর হতে পারেন আন্দ্রে রাসেল।
সম্ভাব্য একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস/গুরবাজ, নারায়ণ জগদীশন, নীতীশ রানা(অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন/টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী