shono
Advertisement

Breaking News

ইনস্টাগ্রামে খোলামেলা ছবি পোস্টের খেসারত, গ্রেফতার ৮

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রক্ষণশীলতার বিভিন্ন রকমের বেড়া পড়ানোর জন্য হরদমই খবরের শিরোনামে আসে ইরান৷ দেশকে রক্ষণশীলতার বেড়াজালে আষ্টেপৃষ্টে আটকে রাখতে এবং সোশ্যাল মিডিয়ার হাত থেকে বাঁচাতে এর আগে ফেসবুক, টুইটার এবং ইউটিউবকে বন্ধ করে দিয়েছিল ইরানের কট্টরবাদী প্রশাসন৷ অন্য সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বন্ধ না করলেও এবার সেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার অপরাধে আট জনকে […] The post ইনস্টাগ্রামে খোলামেলা ছবি পোস্টের খেসারত, গ্রেফতার ৮ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:52 AM May 17, 2016Updated: 07:24 PM May 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রক্ষণশীলতার বিভিন্ন রকমের বেড়া পড়ানোর জন্য হরদমই খবরের শিরোনামে আসে ইরান৷ দেশকে রক্ষণশীলতার বেড়াজালে আষ্টেপৃষ্টে আটকে রাখতে এবং সোশ্যাল মিডিয়ার হাত থেকে বাঁচাতে এর আগে ফেসবুক, টুইটার এবং ইউটিউবকে বন্ধ করে দিয়েছিল ইরানের কট্টরবাদী প্রশাসন৷ অন্য সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বন্ধ না করলেও এবার সেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার অপরাধে আট জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের বেশিরভাগই মডেল৷ ওই মডেলদের বিরুদ্ধে অভিযোগ, খোলামেলা পোশাকে হিজাব ছাড়া ইনস্টাগ্রামে দেখা যায় তাঁদের৷

Advertisement

বছর দুই ধরে গোপনে স্ট্রিং অপারেশন চালায় ইরান সরকার৷ ‘স্পাইডার টু’ নামে ওই স্ট্রিং অপারেশনে ধরা পড়ে দেশে ইউটিউব, ফেসবুক এবং টুইটার নিষিদ্ধ হলেও যুব সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় ইনস্টাগ্রাম৷ গোপনে ৩০০টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর নজরদারি চালান গোয়েন্দারা৷ তাতে ধরা পড়ে ইনস্টাগ্রাম বেশি জনপ্রিয় দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মধ্যে৷ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ২০ শতাংশ ব্যবহার করে ইরানের মডেলরা৷ স্ট্রিং অপারেশনে দেখা যায়, ৩০০টি অ্যাকাউন্টের মধ্যে ১৭০টি ব্যবহার করে ফ্যাশন সংস্থা, চিত্রগ্রাহক, মডেল এবং মেকআপ আর্টিস্টরা৷ এলহাম আরব নামে এক ইরানি মডেল শুধুমাত্র ইনস্টাগ্রামে ছবি বেচেই গড়ে রোজগার করেছেন প্রায় সাড়ে তিন হাজার মার্কিন ডলার৷

 

The post ইনস্টাগ্রামে খোলামেলা ছবি পোস্টের খেসারত, গ্রেফতার ৮ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement