shono
Advertisement

Breaking News

‘দেবী’ থেকে ‘মা’, দুই কন্যার জননী হলেন লৌহমানবী ইরম শর্মিলা

রবিবার বেঙ্গালুরুর এক হাসপাতালে যমজ কন্যার জন্ম দেন চানু৷ The post ‘দেবী’ থেকে ‘মা’, দুই কন্যার জননী হলেন লৌহমানবী ইরম শর্মিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:49 AM May 13, 2019Updated: 10:49 AM May 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লৌহমানবী থেকে মা৷ জীবনের নতুন এক পর্যায়ে প্রবেশ করলেন মণিপুরের ‘দেবী’ ইরম শর্মিলা চানু৷ তাও এক নয়, দুই কন্যার জননী হলেন লৌহমানবী৷ বেঙ্গালুরুর এক হাসপাতালে রবিবার যমজ সন্তানের জন্ম দিয়েছেন ছেচল্লিশ বছরের শর্মিলা চানু৷ পাশে ছিলেন স্বামী ডেসমন্ড কুটিনহো৷ মেয়েদের নামও ঠিক করে ফেলেছেন শর্মিলা এবং ব্রিটিশ স্বামী ডেসমন্ড কুটিনহো৷ বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে দুজনের নাম রাখা হয়েছে নিক্স সখি এবং অটাম তারা৷ হাসপাতাল সূত্রে খবর, মা-সন্তান সকলেই সুস্থ রয়েছেন৷ শর্মিলার মুখপাত্র জানিয়েছেন, দ্রুতই কন্যাদের ছবি প্রকাশ করা হবে৷

Advertisement

[আরও পড়ুন: ইতিহাস হারাচ্ছে, তবুও নাগরিক জীবনের উন্নয়নই অগ্রাধিকার বারাণসীবাসীর]

মণিপুর তথা সমগ্র উত্তরপূর্ব ভারত থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা বা আফস্পা প্রত্যাহার, নাগরিকদের সুরক্ষিত জীবন নিয়ে ইরম শর্মিলা চানুর দীর্ঘ সংগ্রামের কথা সর্বজনবিদিত৷ ২০০০ থেকে ২০১৬ সাল, টানা ১৬ বছর ধরে তাঁর অনশন তাঁকে জনসাধারাণের কাছে ‘দেবী’তে উত্তীর্ণ করেছিল৷ দীর্ঘ অনশনের শেষের দিকে চানুর শরীর এত অসুস্থ হয়ে পড়ে যে তাঁকে বাঁচিয়ে রাখতে নলের মাধ্যমে তরল খাবার দেওয়া শুরু করেন চিকিৎসকরা৷ কিন্তু নিজের আদর্শে এতটাই দৃঢ় ছিলেন লৌহমানবী, সেই তরল খাবারটুকুও নিতে প্রায়শয় অস্বীকার করতেন৷ সুদিনের স্বপ্ন ছিল তাঁর দু’চোখ ভরা৷ বিশ্বাস করতেন, তাঁর এই আন্দোলনই একদিন মণিপুর থেকে আফস্পা প্রত্যাহার করবে কেন্দ্র৷ সুরক্ষার নামে অযথা সেনাবাহিনীর অত্যাচার সহ্য করতে হবে না৷

[আরও পড়ুন:ফণীর তাণ্ডবে বদলেছে চিলকা হ্রদ, আশীর্বাদ নাকি অভিশাপ?]

কিন্তু রাষ্ট্রের শক্তি তাঁর আন্দোলনের শক্তির চেয়ে অনেকগুণ বেশি৷ তাই শর্মিলা চানুর এমন আত্মত্যাগ তাঁকে আর পাঁচজনের কাছে ‘দেবী’ করে তুললেও, রাষ্ট্র সেই ‘দেবী’র কাছে মাথানত করেনি৷ আফস্পা প্রত্যাহার করা হয়নি উত্তরপূর্বের রাজ্যগুলি থেকে৷ ভিতরে ভিতরে নিজের আন্দোলনের ব্যর্থতা টের পেয়েছিলেন চানু৷ ২০১৬র ৯ আগস্ট৷ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে, ফলের রস খেয়ে অনশন ভাঙলেন মণিপুরের লৌহমানবী৷ জানালেন, এই আন্দোলনের অসাড়ত্ব তিনি টের পেয়েছেন৷ রাজনীতির মাঠে নেমে সম্মুখ সমর চান৷ পিপলস রিসারজেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স নামে দল তৈরি করে ভোটেও দাঁড়িয়েছিলেন ইরম শর্মিলা চানু৷ কিন্তু গণতন্ত্রের খেলা বোঝা কঠিন৷ মাত্র ৯১টি ভোট পেলেন মণিপুরবাসীর ‘দেবী’৷

[আরও পড়ুন: শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনার, হাতে এল অত্যাধুনিক মার্কিন হেলিকপ্টার]

এখানেও ব্যর্থ হয়ে শর্মিলা চানু ফিরে গেলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক ডেসমন্ড কুটিনহোর কাছে৷ সিদ্ধান্ত নিলেন, বিয়ে করবেন৷ মণিপুর থেকে অনেক দূরে গিয়ে সংসার বাঁধবেন৷ সেইমতো ২০১৭ সালে সুদূর দক্ষিণ ভারতের কোদাইকানালের এক গির্জায় সাদামাটা বিয়ে সারেন শর্মিলা চানু-ডেসমন্ড৷ এরপর মাতৃদিবসেই তাঁর কোল আলো করে এল নিক্স এবং অটাম৷ দেবীর তকমা মুছে ফেলে এখন শর্মিলা চানুর স্রেফ এক মানবী, এক জননী৷   

The post ‘দেবী’ থেকে ‘মা’, দুই কন্যার জননী হলেন লৌহমানবী ইরম শর্মিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement