মহামেডান: ১ (মাখন ছোটে)
হায়দরাবাদ: ৩ (মিরান্ডা, রামলুংচুঙ্গা, জোসেফ সানি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দুর্দিনের বুঝি শেষ নাই...! আইএসএলে মহামেডানের দুঃসময়ের যেন কিছুতেই কাটছে না। মুম্বই সিটি এফসি, মোহনবাগানের পর হায়দরাবাদ এফসির কাছেও হারের মুখ দেখতে হল সাদা-কালো ব্রিগেডকে। নিজামের শহরে মেহেরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা হারলেন ৩-১ গোলে।
চলতি আইএসএলে লিগ টেবিলের একেবারে শেষ স্থানে থাকা মহামেডান এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। শনিবারের প্রতিপক্ষ হায়দরাবাদের অবস্থাও ছিল তথৈবচ। বস্তুত এই ম্যাচ জিততে পারলে অন্তত লাস্টবয়ের তকমা ঘুচিয়ে ১২ নম্বরে উঠে আসার সুযোগ ছিল মহামেডানের কাছে। কিন্তু শনিবার হায়দরাবাদে সেই হতাশার হারই সঙ্গী হল মহামেডানের।
এদিন সাদা-কালো ফুটবলাররা যে খুব খারাপ খেললেন তেমনটা নয়। কিন্তু ফাইনাল থার্ডে একের পর এক ভুল সিদ্ধান্ত এবং গোলমুখে ব্যর্থতা ডুবিয়ে দিল মহামেডানকে। অন্যদিকে মিরান্ডা, রামলুংচুঙ্গার বিশ্বমানের গোল জয় এনে দিল হায়দরাবাদ এফসিকে। ম্যাচের প্রথম গোলটি করেন মিরান্ডা। সেটা খেলার ২৪ মিনিটে। প্রথমার্ধের শেষ মুহূর্তে বক্সের ধার থেকে ফ্রি-কিকে অনবদ্য গোল করে হায়দরাবাদের ব্যবধান বাড়ান রামলুংচুঙ্গা। ৭৮ মিনিটে মহামেডানের হয়ে গোল করে মাখন ছোটে ব্যবধান খানিকটা কমালেন বটে। কিন্তু তাতে কাজের কাজ হল না। উলটে শেষ মুহূর্তে আরও একটি গোল পেয়ে গেল হায়দরাবাদ। জোসেফ সানি গোল করে মহামেডানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন।
এই হারের ফলে লিগ টেবিলের লাস্ট বয়ের তকমা একপ্রকার পাকাপাকিভাবে নিজেদের নামের পাশে বসিয়ে নিল মহামেডান। ১২ নম্বরে থাকা হায়দরাবাদের সঙ্গে তাঁদের পয়েন্টের ব্যবধান দাঁড়াল ৫। ক্লাবের অন্দরে ইনভেস্টর কর্তাদের দ্বন্দ্ব। বেতন সমস্যা। কোচের অনুপস্থিতি। এত প্রতিকুলতার প্রভাব যে খেলার মাঠেও পড়ছে, সেটা স্পষ্ট।
