shono
Advertisement

আজ মহাকাশে পাড়ি দেবে ভারতের সবচেয়ে ভারী রকেট

এই রকেটের ওজন ২০টি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান৷ The post আজ মহাকাশে পাড়ি দেবে ভারতের সবচেয়ে ভারী রকেট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 AM Jun 05, 2017Updated: 04:18 AM Jun 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসরোর নয়া ‘মনস্টার রকেট’৷ ভারতের সবচেয়ে ভারী এই রকেটটি আজ মহাকাশ পাড়ি দেবে৷ সঙ্গে নিয়ে যাবে দু’টি কৃত্রিম উপগ্রহ৷ এর ফলে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷ মহাকাশ বাণিজ্যেও আসতে চলেছে নয়া সাফল্য৷ ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা৷ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো এবার ভারতীয় ইন্টারনেট পরিষেবাকে আমূল বদলে দেওয়ার আশা জাগাচ্ছে৷ উল্লেখ্য, এই রকেটের ওজন ২০টি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান৷

Advertisement

[ফিদায়েঁ হামলা চালাতে এসে সেনার গুলিতে নিকেশ চার জঙ্গি]

সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বিকেল ৫.২৮ মিনিটে দু’টি উপগ্রহ উৎক্ষেপণ করা হবে৷ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক বদলের সম্ভাবনা নির্ভর করছে আজকের এই উৎক্ষেপণের সাফল্যের উপর৷ জি স্যাট ১৯ (৩১৩৬ কেজি) ও জি স্যাট ১১ নামের এই দুটি কৃত্রিম উপগ্রহ জিএসএলভি এমকে-৩ রকেট মহাকাশে নিয়ে যাবে৷ ভারতের সমস্ত রকেটের মধ্যে এটির ওজন সবচেয়ে বেশি৷ উৎক্ষেপণের বাজারে ভারতই সর্বশ্রেষ্ঠ স্থান দখল করতে চলেছে বলে মনে করছেন ভারতীয় বিজ্ঞানীরাও৷ প্রায় ৪ টন ওজনের এই রকেটটিতে বিদেশের কৃত্রিম উপগ্রহও নিয়ে যাওয়া হবে৷

[উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ২২]

বিজ্ঞানী কে রাধাকৃষ্ণণ বলেন, ২.২-২.৩ টন ধারণক্ষমতার রকেট এবার ৩.৫-৪ টনে পরিণত হয়েছে৷ বিদেশের ক্রেতারাও এখন ভারতে মহাকাশ বাণিজ্যে আগ্রহ প্রকাশ করছেন৷ জিএসএলভি এমকে-৩ ভবিষ্যতের ‘পাওয়ার হর্স’ হয়ে উঠতে চলেছে৷ ২০০০ সালে এই রকেটটি অনুমোদন পায়৷

The post আজ মহাকাশে পাড়ি দেবে ভারতের সবচেয়ে ভারী রকেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement