shono
Advertisement

ভোটের দিন ছত্তিশগড়ে বিস্ফোরণ, মৃত্যু ITBP জওয়ানের

শুক্রবার ছিল ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা।
Posted: 06:18 PM Nov 17, 2023Updated: 07:24 PM Nov 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ছিল ছত্তিশগড়ে (Chattisgarh) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। ভোটদান শেষ হওয়ার পরই গরিয়াবন্দ এলাকার বড়ে গোবড়া গ্রামে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল আইটিবিপি (ITBP) জওয়ানের। নকশালরাই এই বিস্ফোরণের পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

প্রয়াত জওয়ানের নাম যোগিন্দর সিং। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে উদ্ধারকারী দল। বড়ে গোবড়া নির্বাচনী কেন্দ্র থেকে ফিরছিল একটি দল। তখনই বিস্ফোরণ ঘটায় নকশালরা। যোগিন্দর সিং ছাড়া বাকিরা অক্ষত অবস্থায় গড়িয়াবন্দ পৌঁছেছেন। ইভিএম মেশিনগুলিরও কোনও ক্ষতি হয়নি। এমনটাই জানিয়েছেন রায়পুরের পুলিশ কর্তা আরিফ শেখ।

[আরও পড়ুন: মানবিক যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব গৃহীত রাষ্ট্রসংঘে, মানবে কি ইজরায়েল?]

৯০ আসনের ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফা ছিল ৭ নভেম্বর। এদিন ছিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন ছিল ৭০ আসনের ভোট। নির্বাচনের ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।

[আরও পড়ুন: খলিস্তানি জঙ্গি খুনের তদন্ত শেষ না হলে নয়া বাণিজ্য চুক্তি নয়, ভারতকে সাফ বার্তা কানাডার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement