সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লে অফের আগেই কার্যত গৃহযুদ্ধ লেগে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শিবিরে। ক্যাপটেন কুলের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ে জড়িয়ে পড়লেন দলের অন্যতম প্রধান তারকা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মাঠের মধ্যে তাঁদের মতবিরোধের রেশ পৌঁছে গেল সোশ্যাল মিডিয়া পর্যন্ত। ফলে চেন্নাই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি দলের মধ্যে ফাটল ধরছে? আগামী মঙ্গলবার আইপএল প্লে অফের ম্যাচে নামার এই ঘটনায় বেশ চিন্তিত সিএসকে ভক্তরা।
ঠিক কী ঘটেছে দুই তারকার মধ্যে? শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে প্লে অফে উঠেছে চেন্নাই। সেখানে দলের অন্য বোলাররা বেশ আঁটসাট বোলিং করলেও চার ওভারে ৫০ রান দেন জাদেজা। ম্যাচের শেষে ধোনির (MS Dhoni) সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও ভাইরাল হয়। সেখানে সাফ দেখা যাচ্ছে, অভিজ্ঞ অলরাউন্ডারকে কিছু বলতে চাইছেন ধোনি। কিন্তু বিরক্তি প্রকাশ করে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যান জাদেজা। তবে মাঠের মধ্যের মতবিরোধ মাঠেই মিটে গিয়েছে বলেই ধরে নেন ক্রিকেটপ্রেমীরা।
[আরও পড়ুন: দেড় মাস ধরে সেনার পরিচয়ে বাস, দুর্গাপুরে ধৃত ভুয়ো জওয়ান, উদ্ধার বহু নথি]
কিন্তু এই ঝামেলার রেশ গড়ায় টুইটার পর্যন্ত। রবিবার একটি পোস্ট শেয়ার করেন জাদেজা। সেখানে লেখা ছিল, “তুমি কর্মফল পাবেই, আজ না হোক কাল।” এই পোস্ট শেয়ার করে জাড্ডু লেখেন, “ডেফিনেটলি”। এই পোস্ট দেখেই একরাশ প্রশ্ন উঠেছে চেন্নাই ভক্তদের মনে। তাঁদের দাবি, কোনওভাবে কি ধোনিকে নিশানা করেই জাড্ডুর এই পোস্ট? বিশেষত, ডেফিনেটলি শব্দটির সঙ্গে ধোনিকেই মনে রাখেন চেন্নাই ভক্তরা। ২০২০ সালের আইপিএলে ধোনিকে যখন জিজ্ঞাসা করা হয় এটাই তাঁর শেষ টুর্নামেন্ট কিনা, ক্যাপটেন কুল তখন জবাব দিয়েছিলেন, “ডেফিনেটলি নট।”
প্রসঙ্গত, গত বছর আইপিএলের শুরুতেই জাদেজার হাতে চেন্নাইয়ের নেতৃত্বভার তুলে দেন ধোনি। কিন্তু অধিনায়ক হিসাবে চূড়ান্ত ব্যর্থ হন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে চেন্নাই ভক্ত, সকলের ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন জাদেজা। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী মরশুমে ধোনি না খেললেও জাদেজাকে অধিনায়ক করতে চাইছে না চেন্নাই। এহেন পরিস্থিতিতে দলের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ছেন জাদেজা, এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে এই গৃহযুদ্ধের ফলে দলের পারফরম্যান্স খারাপ হতে পারে, আশঙ্কিত চেন্নাই ভক্তরা।