সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া (Russia) থেকে অশোধিত তেল কেনা নিয়ে প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা। এমনকী নিজেদের প্রতিনিধি পাঠিয়েও ভারতের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন প্রশাসন। সেই বক্তব্যের প্রেক্ষিতেই মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তিনি জানিয়েছেন, ভারতকে সতর্ক করার আগে আমেরিকার উচিত ইউরোপের মার্কিন ঘনিষ্ঠ দেশগুলির দিকে নজর দেওয়া।
সোমবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শংকর। টু প্লাস টু বৈঠকের পরেই যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, প্রত্যেক দেশকেই আরজি জানান হয়েছে যেন রাশিয়ার থেকে কেউ অস্ত্র না কেনেন। রাশিয়া থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, “ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বহুদিনের। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক কিছুটা পালটেছে।” তিনি আরও জানিয়েছেন, আমেরিকা তার মিত্র দেশগুলিকে অনুরোধ জানিয়েছে যেন রাশিয়া থেকে কোনও রকম জ্বালানি কেনা না হয়। প্রসঙ্গত, রাশিয়ার সংস্থা গ্যাজপ্রম এখনও ইউক্রেনের মাধ্যমে ইউরোপের দেশগুলিতে অপরিশোধিত তেল রপ্তানি করছে।
[আরও পড়ুন: রাজনাথ-জয়শংকরকে মঞ্চে নিয়ে রুশ অস্ত্র না কেনার আরজি মার্কিন বিদেশ সচিবের]
তেল কেনা (Russian Crude Oil) প্রসঙ্গেই মার্কিন সাংবাদিকরা প্রশ্ন করেন জয়শংকরকে। উত্তরে তিনি জানান, “ভারত একমাসে রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করে, ইউরোপের দেশগুলি এক দুপুরে তার থেকে বেশি পরিমাণ তেল কেনে রাশিয়ার থেকে।” এরপরে তিনি বলেন, “যদি রাশিয়া থেকে তেল আমদানির পরিসংখ্যান দেখা যায়, তাহলে আমি বলব আমেরিকার নজর ভারতের দিকে নয় ইউরোপের দিকে থাকা উচিত।” প্রসঙ্গত, হুঁশিয়ারি দিলেও এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি আমেরিকা।
এর আগে রাশিয়া থেকে তেল আমদানি প্রসঙ্গে একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতের স্বার্থ এবং নিরাপত্তা রক্ষা করাই সরকারের একমাত্র উদ্দেশ্য বলে তিনি দাবি করেছিলেন। “আমাদের অবস্থান স্পষ্ট। দেশের স্বার্থ সব কিছুর উপরে। যদি কম দামে তেল পাওয়া যায় তাহলে কেন কিনব না? দেশের মানুষের জন্য এটা দরকার তাই আমরা ইতিমধ্যেই তেল আমদানি করা শুরু করেছি” জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়া থেকে ১৩১ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত।
[আরও পড়ুন: দেওঘর রোপওয়ে দুর্ঘটনা: ৪০ ঘণ্টা পরেও ঝুলে ৬ পর্যটক! ড্রোনে খাবার পাঠাচ্ছে সেনা]