shono
Advertisement
Kamala Harris

কমলা হ্যারিসকে সমর্থনে 'না', ২ লক্ষ সাবস্ক্রাইবার খোয়াল ওয়াশিংটন পোস্ট

সংবাদপত্রের তরফে জানানো হয়েছে, আসন্ন মার্কিন নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষেই সওয়াল করবে না তারা।
Published By: Anwesha AdhikaryPosted: 12:32 PM Oct 29, 2024Updated: 01:37 PM Oct 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমলা হ্যারিসের (Kamala Harris) পক্ষ নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতেই ২ লক্ষ সাবস্ক্রাইবার খোয়াল বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। সূত্রের খবর, মোট সাবস্ক্রাইবারের ৮ শতাংশই হাতছাড়া হয়েছে তাদের। তার পরেই সংবাদপত্রের তরফে জানানো হয়েছে, আসন্ন মার্কিন নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষেই সওয়াল করবে না তারা।

Advertisement

সূত্রের খবর, ডেমোক্র্যাট প্রার্থী কমলার পক্ষে বেশ কিছু সম্পাদকীয় লেখা হয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সেগুলো প্রকাশিত হওয়ার কথা ছিল ওয়াশিংটন পোস্টে। কিন্তু দিনকয়েক আগে সংবাদপত্রের প্রকাশক উইল লিউইস জানিয়ে দেন, কোনও প্রার্থীর পক্ষেই কথা বলা উচিত না। পাঠকরা নিজেই ঠিক করবেন কাকে ভোট দেবেন। তার পরেই হু হু করে কমতে থাকে সংবাদপত্রের সাবস্ক্রাইবার সংখ্যা।

জানা গিয়েছে, মার্কিন সময় সোমবার বিকেল পর্যন্ত সবমিলিয়ে ২ লক্ষ সাবস্ক্রাইবার খুইয়েছে ওয়াশিংটন পোস্ট। এই সংখ্যাটা মার্কিন সংবাদপত্রের মোট গ্রাহকের প্রায় ৮ শতাংশ। কোনও প্রার্থীকে সমর্থন না করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে মার্কিন সাংবাদিকমহলও। সম্পাদকীয় প্রতিবেদন লিখেও প্রকাশিত না হওয়ার ফলে ইস্তফা দিয়েছেন দুজন প্রতিবেদক। সম্পাদকীয় বোর্ডের ৯ সদস্যের মধ্যে তিনজন পদত্যাগ করেছেন।

এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস। তাঁর মতে, নির্বাচনে কোনও প্রার্থীকে সমর্থন না করাই উচিত। সংবাদপত্রের আদর্শ এটাই। আরও আগে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। উল্লেখ্য, দিনকয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন বেজোসের উড়ান সংস্থার সিইও। তবে সেই বৈঠকের সঙ্গে ওয়াশিংটন পোস্টের নীতিবদলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি মার্কিন ধনকুবের বেজোসের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডেমোক্র্যাট প্রার্থী কমলার পক্ষে বেশ কিছু সম্পাদকীয় লেখা হয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সেগুলো প্রকাশিত হওয়ার কথা ছিল ওয়াশিংটন পোস্টে।
  • মার্কিন সময় সোমবার বিকেল পর্যন্ত সবমিলিয়ে ২ লক্ষ সাবস্ক্রাইবার খুইয়েছে ওয়াশিংটন পোস্ট। এই সংখ্যাটা মার্কিন সংবাদপত্রের মোট গ্রাহকের প্রায় ৮ শতাংশ।
  • মুখ খুলেছেন ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস। তাঁর মতে, নির্বাচনে কোনও প্রার্থীকে সমর্থন না করাই উচিত।
Advertisement