shono
Advertisement

Breaking News

পাকিস্তানে পঙ্গপালের হানা, বিরিয়ানি বানিয়ে খাওয়ার নিদান মন্ত্রীর

বাড়িঘর এমনকী চলন্ত গাড়ির মধ্যেই ঢুকে পড়ছে পতঙ্গের ঝাঁক। The post পাকিস্তানে পঙ্গপালের হানা, বিরিয়ানি বানিয়ে খাওয়ার নিদান মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 AM Nov 14, 2019Updated: 09:58 AM Nov 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পঙ্গপাল বাহিনীর হামলায় জেরবার পাকিস্তান। করাচির আকাশ কালো করে উড়ে বেড়াচ্ছে ওই পতঙ্গের ঝাঁক। দরজা-জানলা বন্ধ রেখেও মিলছে না স্বস্তি। সামান্য ফাঁকফোকর পেলেই বাড়িতে ঢুকে পড়ছে পঙ্গপালের ঝাঁক। এই সমস্যার আজব নিদান দিয়ে পাকিস্তানের এক মন্ত্রী বললেন, ‘বিরিয়ানি বানিয়ে খান।’

Advertisement

পঙ্গপালের হামলায় তিতিবিরক্ত পাকিস্তানের করাচি শহরের মানুষ। বাড়িঘর এমনকী চলন্ত গাড়ির মধ্যেই ঢুকে পড়ছে পতঙ্গের ঝাঁক। খবর দাবারে হানা দিয়ে তা নষ্ট করে দিচ্ছে পঙ্গপাল বাহিনী। চাষের জমিতে হামলা চালিয়ে ফসলেরও বিস্তর ক্ষতি করছে ওই পোকাগুলি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাশি রাশি পতঙ্গের দৌরাত্ম্যের ছবি ও ভিডিয়ো পোস্ট করছেন সে দেশের মানুষজন। এখনও পর্যন্ত কোনও সমাধান খুঁজে বের করতে পারেনি প্রশাসন। এহেন পরিস্থিতিতে সমস্যার আজব নিদান দিলেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের কৃষিমন্ত্রী ইসমাইল রাহো। তাঁর সাফ কথা, ‘পঙ্গপালের বিরিয়ানি বানিয়ে খান। আপনি বারবিকিউ করতে পারেন। শহরের লোকজনও এগুলি রান্না করে খেতে পারেন। এতে কোনও ক্ষতি হবে না।’ মন্ত্রীমশাইয়ের এই আজব নিদানে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।

এদিকে, পাকিস্তানের জাতীয় খাদ্যসুরক্ষা মন্ত্রকের উদ্ভিদ সুরক্ষা দপ্তর জানিয়েছে, গরমের সময়ে বালোচিস্তানের ব্রিডিং জোন থেকে মালির ও সংলগ্ন করাচিতে ঢুকে পড়ে মরভূমির পঙ্গপালের দল। এর ফলে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে বৈঠক দুই রাষ্ট্রপ্রধানের, বিজয় দিবসে মোদিকে আমন্ত্রণ পুতিনের]

The post পাকিস্তানে পঙ্গপালের হানা, বিরিয়ানি বানিয়ে খাওয়ার নিদান মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement