সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) পোস্টারের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলেন। তথাপি মারও খেলেন মুখ্যমন্ত্রীর সমর্থকদের হাতে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ‘সিদ্দারামুল্লা খান’ বলে সম্বোধন করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মারমুখী সমর্থকদের চাপে ওই ব্যক্তির ক্ষমা চাওয়ার ভিডিও। এই ঘটনায় নয়া রাজনৈতিক বিতণ্ডা শুরু হয়েছে দক্ষিণের রাজ্যে।
ভাইরাল ভিডিওতে অভিযুক্তের নাম বলা হয়নি। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপত্তিকর মন্তব্য করেছেন তিনি। এমনকী সিদ্দারামাইয়াকে ‘সিদ্দারামুল্লা খান’ বলে সম্বোধন করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশে সিদ্দারামাইয়ের একটি পোস্টারের সামনে হাঁটু গেড়ে বসে অভিযুক্ত। হাত জরো করে ক্ষমা চাইছেন তিনি। পাশে দাঁড়িয়ে মারমুখী মুখ্যমন্ত্রীর দুই সমর্থক। এক সমর্থক অভিযুক্তকে একাধিকবার চরও মারেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় ভিডিও। দানা বাঁধে বিতর্ক।