shono
Advertisement

পড়া না হোক, ‘দ্য কেরালা স্টোরি’ দেখা চাই! বিতর্কের মুখে ফতোয়া ফেরাল কলেজ

টিকিট কেটে পড়ুয়াদের পাঠানো হচ্ছিল প্রেক্ষাগৃহে।
Posted: 04:32 PM May 25, 2023Updated: 04:32 PM May 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতেই হবে ‘দ্য কেরালা স্টোরি’। ক্লাস বন্ধ রেখেটিকিট কেটে পড়ুয়াদের জোর করে পাঠানো হচ্ছিল প্রেক্ষাগৃহে। কলেজের সেই নির্দেশিকা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুলাকালাম কাণ্ড! বিতর্কের মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হল কলেজ কর্তৃপক্ষ।

Advertisement

ঘটনা কংগ্রেস শাসিত কর্ণাটকের। সংশ্লিষ্ট রাজ্যের ইলকালের শ্রী বিজয় মহানতেশ আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে গত মঙ্গলবার কর্তৃপক্ষের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে সাফ লেখা ছিল, ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রে ‘দ্য কেরালা স্টোরি’ দেখা বাধ্যতামূলক। শুধু তাই নয়, রীতিমতো স্থানীয় প্রেক্ষাগৃহ শ্রীনিবাস টকিজের টিকিটও কেটে দেওয়া হচ্ছিল। সেখানে গেলে সম্পর্ণ বিনামূল্যে এই ছবি দেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। এমন বিজ্ঞপ্তি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে। শেষমেশ সমালোচনার মুখে পড়ে সেই ফতোয়া ফেরাতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: ‘আমি গরিব! মদ খাওয়াও..’, রেড কার্পেটে সানি লিওনির গাউন ধরলেন অনুরাগ কাশ্যপ]

কলেজ অধ্যক্ষ কেশব সি দাস শেষপর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন। চাপের মুখে পড়ে তিনি বলেন, ২৪ তারিখ অর্ধদিবস ক্লাস বন্ধ রেখে শ্রীনিবাস টকিজে বেলা ১২-৩টের শোয়ে পড়ুয়াদের ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে বলার জন্য আমি দুঃখিত। এধরণের কাজ করা উচিত হয়নি আমার। আমি অত্যন্ত দুঃখিত। ভবিষ্যতে এহেন কোনও পদক্ষেপ আর করবে না কলেজ।

প্রসঙ্গত, ওই মেডিক্যাল কলেজের নির্দেশিকার বিরুদ্ধে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে প্রতিবাদ জানান বেশ কজন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এরপরই নড়েচড়ে বসে ওই কলেজ কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: ‘আমি গরিব! মদ খাওয়াও..’, রেড কার্পেটে সানি লিওনির গাউন ধরলেন অনুরাগ কাশ্যপ]

উল্লেখ্য, ইতিমধ্যেই বক্স অফিসে ২৫০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির পর বিনোদুনিয়া থেকে রাজনৈতিক ময়দানে এই ছবি নিয়ে কম সমালোচনা হয়নি। বিতর্কের মুখে পড়েও আয় দমে যায়নি। তেইশের বক্স অফিসে ‘পাঠান’ এর পর এই প্রথম কোনও ছবি ২০০ কোটির বেশি ব্যবসা করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement