shono
Advertisement

মোদির সিদ্ধান্তের বিপক্ষে মমতা-কেজরির, স্বাগত নীতিশের

রাজনৈতিক, অর্থনৈতিক এবং বুদ্ধিজীবী মহলগুলিতে মোদির এই সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ার ঘটনাও ঘটেছে এদিন৷ The post মোদির সিদ্ধান্তের বিপক্ষে মমতা-কেজরির, স্বাগত নীতিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM Nov 09, 2016Updated: 04:00 PM Nov 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া  জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ মোদির সিদ্ধান্তের বিরোধিতা করে এই নয়া নিয়ম প্রত্যাহারেরও দাবি তুলেছিলেন তিনি৷ টুইট করে এই সিদ্ধান্তকে হঠকারি বলে দাবি করেছিলেন তিনি৷ এবার তাঁর এই বক্তব্যকেই সমর্থন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

Advertisement

দেশের অভ্যন্তরে কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঘটনায় বিশেষ কোনও কথা বলেননি কেজরিওয়াল৷ দেশের অন্যান্য বিরোধী দলগুলি এই ঘটনার বিরোধিতা করলেও, কেজরি বিশেষ কোনও কথা বলেননি৷ যদিও আজ বুধবার মমতা বন্দোপাধ্যায়ের টুইটটি তিনি রিটুইট করে গোটা বিষয়টি সম্পর্কে নিজের মতামত স্পষ্ট করে দিয়েছেন৷

অন্যদিকে, মোদির এই সিদ্ধান্তকে অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দোপাধ্যায় হঠকারি বললেও, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ কালো টাকার বিরুদ্ধে মোদির এই সার্জিক্যাল স্ট্রাইক প্রাথমিকভাবে সাধারণ মানুষের জীবনে সমস্যা ডেকে আনলেও বৃহত্তর ক্ষেত্রে মোদির এই সিদ্ধান্ত লাভদায়ক হবে বলেই মনে করেন বিহারের মুখ্যমন্ত্রী৷ এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, “আমি মনে করি দেশের অর্থনীতি এই সিদ্ধান্তে লাভবান হবে৷ তাই এই সিদ্ধান্তকে স্বাগত জানাই৷”

আচমকা দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনা কেবলই সমস্যার সৃষ্টি নাকি দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত তা নিয়ে নানা মত শোনা যাচ্ছে চতুর্দিকে৷ রাজনৈতিক, অর্থনৈতিক এবং বুদ্ধিজীবী মহলগুলিতে মোদির এই সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ার ঘটনাও ঘটেছে এদিন৷

The post মোদির সিদ্ধান্তের বিপক্ষে মমতা-কেজরির, স্বাগত নীতিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement