সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে কুপিয়ে এবং গাড়ি চাপা দিয়ে হত্যায় দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আমেরিকার (America) একটি আদালতে। অভিযোগ ছিল, ২০২০ সালে ১৭ বার কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন ওই ব্যক্তি। এমনকী গাড়ির চাকায় স্ত্রীকে পিষে দেন তিনি। ওই মামলাতেই ফ্লোরিডার আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল।
অভিযুক্তের নাম ফিলিপ ম্যাথু। আদতে কেরলের বাসিন্দা। কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন। সেখানেই বছর ২৬-এর স্ত্রী মেরিন জয়কে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ ওঠে। নার্সের কাজ করতেন তরুণী। প্রত্যক্ষদর্শী হাসপাতালে জয়ের সহকর্মীরা বলেন, জয় যেন বাম্প, এভাবেই শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল ম্যাথু। আমরা সাহায্যের জন্য ছুটে গেল কাঁদতে কাঁদতে বলতে পেরেছিল, “আমার একটা সন্তান রয়েছে।”
[আরও পড়ুন: ফিরছে জোড়-বিজোড় গাড়ির বিধি, বন্ধ সব স্কুল, দিল্লির দূষণ রুখতে একাধিক সিদ্ধান্ত
আদালত সূত্রে জানা গিয়েছে, ম্যাথুর সঙ্গে দাম্পত্য বিষিয়ে উঠলে সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন জয়। এর পরেই স্ত্রীকে তাঁর কর্মক্ষেত্র হাসপাতালের পার্কিং লটে নৃশংসভাবে হত্যা করেন ম্যাথু। গত শুক্রবার মামলা আদালতে উঠলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে চ্যালেঞ্জ না করার সিদ্ধান্ত নেন ম্যাথু। এর পরেই ফ্লোরিডার আদলত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়।