সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল বদলানোর সময় হয়ে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সি বদলে অন্য ফ্র্যাঞ্চাইজির জার্সি পরুন তিনি। যে সে নন, এমন পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন (Kevin Pietersen)।
আরসিবি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় এমন বক্তব্য রেখেছেন কেপি। তিনি লিখেছেন, ”টাইম ফর বিরাট টু মেক দ্য মুভ টু দ্য ক্যাপিটাল সিটি।”
[আরও পড়ুন: ভারতীয় দলের সঙ্গে গাঁটছড়া অ্যাডিডাসের, রোহিতদের নয়া কিট স্পনসর করবে বিখ্যাত সংস্থা]
অর্থাৎ এবার রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার সময় এসে গিয়েছে বিরাটের।
পিটারসেনের মন্তব্যের একাধিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। ভক্তরা কেউ মেনে নিয়েছেন। আবার কেউ মানতে পারেননি। কেউ লিখেছেন, মনে হয় না বিরাট কোহলি আরসিবি ছাড়বেন। আর যদি ছাড়েনও, তাহলে সিএসকে-তেই যাওয়ার চেষ্টা করবে। অধিনায়ক ধোনির নেতৃত্বে আইপিএল খেলবে কোহলি।”
এই মন্তব্যের জবাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কেউ লিখেছেন, আগামী বছর ধোনি খেলবেন কিনা, সেটাই এখনও স্থির নয়। কেউ আবার লিখেছেন, ধোনি আর বিরাট হলে আগুন জ্বালিয়ে দেবে। আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, কোহলি ট্রফি জেতার জন্য দিল্লিতে যাবে না। এটা কখনওই সম্ভব হবে না। এক ভক্তের বক্তব্য, বিরাট আরসিবি আবার আরসিবিই বিরাট। আনুগত্য কেনা যায় না কেপি।
২০০৮ সাল থেকে কোহলি আরসিবি-তে। ২৩০টির বেশি ম্যাচ তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। সাত হাজারের বেশি রান করেছেন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি শতরানের মালিক কোহলি। প্রতিবার অনন্ত প্রত্যাশা নিয়ে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু টুর্নামেন্ট শেষে একরাশ হতাশাই জন্ম দেয় তাঁদের মনে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রতিবার সাড়া জাগিয়েও ট্রফি জিততে পারে না। এবারও তাই হল।