সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিনেও বিতর্ক পিছু ছাড়ল না পাকিস্তানের৷ ১৪ আগস্টও বিতর্কে জড়াল সেদেশের বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)৷ উড়ন্ত বিমানের ভিতর এক বিদেশিনীর করা ‘কিকি চ্যালেঞ্জ’-কে সমর্থন জানিয়ে বিতর্কের সূত্রপাত করেছে সংস্থাটি৷ ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ দুর্নীতিদমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)৷
জানা গিয়েছে, পিআইএ-র একটি বিমানের মধ্যে কিকি চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন ব্রিটিশ যাত্রী ইভা জু বেক৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ কেবল কিকি চ্যালেঞ্জ করাই নয়, বিমানের গেটের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা হাতে ছবিও তোলেন ওই মহিলা৷ পাক পতাকার সঙ্গে মিল রেখে শরীরে চড়ান সবুজ রঙের পোশাক৷ বেকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক মাথা চাড়া দেয়৷ তখনই, মহিলার কীর্তিকে সমর্থন করে টুইট করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স৷ সংস্থা জানায়, বেক একজন বিদেশিনী৷ যিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরতে বেরিয়েছেন৷ স্বাধীনতা দিবসে তিনি পাকিস্তানের এসেছেন এবং নিজের মতো করে দিনটি উদযাপন করতে চেয়েছে৷ এজন্য একটি অনন্য পন্থা তিনি বেছে নিয়েছেন৷ টুইট করে বিট্রিশ এই তরুণীকে একপ্রকার সমর্থনই করে বিমান সংস্থাটি। এরপর বিতর্ক আরও মাথাচাড়া দেয়।
কিন্তু পিআইএ-র এই সমর্থন খুব একটা কাজে আসেনি৷ ওই মহিলার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ দুর্নীতিদমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো৷ দেখা যায়, এরপরেই সোশ্যাল মিডিয়া থেকে কিকি চ্যালেঞ্জের ভিডিওটি সরিয়ে দেওয়া হয় এবং ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় আরও ভিডিও আপলোড করেন ওই ব্রিটিশ যাত্রী ইভা জু বেক৷ যেখানে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে৷
The post উড়ন্ত বিমানে বিদেশিনীর ‘কিকি চ্যালেঞ্জ’, বিতর্কে পাক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স appeared first on Sangbad Pratidin.