shono
Advertisement

Breaking News

এই যুবকের ভাবনাতেই জন্ম নিয়েছে ‘ভীম’অ্যাপ

মাত্র ২৭ বছর বয়সে তুমুল সাফল্য পেয়েও মাথা ঘুরে যায়নি নিখিলের! The post এই যুবকের ভাবনাতেই জন্ম নিয়েছে ‘ভীম’ অ্যাপ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Feb 13, 2017Updated: 12:31 PM Feb 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় নোট বাতিল করার পর থেকেই ডিজিটাল লেনদেন নিয়ে দেশজুড়ে আলোচনার ঢেউ উঠেছে৷ নগদ সমস্যা সামাল দিতে কেন্দ্রীয় সরকার একাধিক জনকল্যাণমূলক পদক্ষেপ করেছে৷ যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি উদ্যোগ হল গতবছরের ৩০ ডিসেম্বর ‘ভীম’ অ্যাপ চালু করা৷

Advertisement

(এসে গেল ডিজিটাল লেনদেনের নয়া অ্যাপ ‘ভীম’)

 

আজ পর্যন্ত ‘ভারত ইন্টারফেস ফর মানি’ অ্যাপটি ১৫ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে৷ প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য লঞ্চ করা হলেও বর্তমানে আইফোনেও মিলছে এই ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত অ্যাপটি৷ কিন্তু আপনি কি জানেন মহা গুরুত্বপূর্ণ এই অ্যাপটি কে তৈরি করেছেন? ২৭ বছরের নিখিল কুমার, যিনি ইন্ডিয়া স্ট্যাক সংস্থার হেড অফ ডেভলপমেন্ট ইকোসিস্টেম৷ এই সংস্থাটি কেন্দ্রীয় সরকারের একাধিক ডিজিটাল লেনদেন সংক্রান্ত সমস্যার সমাধানের থিঙ্কট্যাঙ্ক৷ একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নিখিল কুমার জানিয়েছেন, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI প্রযুক্তির উপর নির্ভর করে ভীম অ্যাপ তৈরি করা হয়েছে৷ এই বিশেষ প্রযুক্তির সাহায্যে কোনও একটি ব্যাঙ্ক খুব সহজেই অন্য কোনও ব্যাঙ্কের গ্রাহকদের টাকা লেনদেন করার সুযোগ দেয়৷ পাশাপাশি ইউপিআই গ্রাহকদের পেমেন্টের জন্য একটি নির্দিষ্ট নম্বর (ভারতীয়দের ক্ষেত্রে যেটি হল আধার নম্বর) ব্যবহার করে৷ গ্রাহক হারানোর ভয়ে নোট বাতিলের আগে প্রায় সবকটি বড় ব্যাঙ্কই ইউপিআই প্রযুক্তি ব্যবহারে দ্বিধাগ্রস্ত ছিল৷

নিখিল আরও জানাচ্ছেন, তিনি ও তাঁর টিম ২০১৬-র ফেব্রুয়ারি থেকেই একাধিক ব্যাঙ্ক, ফ্লিপকার্ট, ফ্রিচার্জ-এর মতো সংস্থার কাছে গিয়ে ইউপিআই প্রযুক্তি ব্যবহারের আরজি জানান৷ একটি নির্দিষ্ট ইউনিক নম্বর (আধার নম্বর) ব্যবহার করে এই প্রযুক্তিতে অত্যন্ত সুরক্ষিতভাবে ডিজিটাল লেনদেন করা সম্ভব৷ নোট বাতিলের পর অবশ্য চিত্রটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে৷

(নতুন বছরে এই অ্যাপটিই ডাউনলোড করেছেন সবথেকে বেশি মানুষ)

কীভাবে জন্ম নিল ‘ভীম’? উত্তরে নিখিল জানাচ্ছেন, নভেম্বরের শেষ দিকে কেন্দ্রীয় সরকার একটি নির্দিষ্ট, সরল পেমেন্ট অ্যাপের প্রয়োজনীয়তা অনুভব করে৷ এই পরিস্থিতিতেই ভীম-এর জন্ম৷ নিখিল ও তাঁর টিমের কাছে জানতে চাওয়া হয়, একটি সহজ পেমেন্ট অ্যাপ তৈরি করতে কতদিন সময় লাগবে? নিখিল উত্তর দেন, “আমাকে তিন সপ্তাহ সময় দিন৷” কিন্তু কেন্দ্রীয় আধিকারিকরা সেই উত্তরে সন্তুষ্ট হতে পারেননি৷ তাঁরা আরও তাড়াতাড়ি অ্যাপটি বাজারে আনতে চাইছিলেন৷ শেষ পর্যন্ত নিখিলের দাবি মেনে তাঁকে ৩ সপ্তাহ সময় দেওয়া হয়৷ শেষ পর্যন্ত ২৫ ডিসেম্বর নিখিল ও তাঁর টিম ওই অ্যাপটি তৈরি করে ফেলতে সক্ষম হন৷ বাকি ইতিহাস তো সকলেরই জানা৷ ‘ভীম’ অ্যাপ দিনের দিনের পর দিন গুগল প্লে স্টোরে এক নম্বরে থেকেছে৷ এখন আইফোনের জন্যও চলে এসেছে ভীম অ্যাপ৷ সেটিও বর্তমানে এক নম্বরে৷ কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত কোনও অ্যাপ এতদিন ধরে এমন জনপ্রিয়তা পেয়েছে, এর নজির সম্ভবত ভূ-ভারতে নেই৷

(কীভাবে ব্যবহার করবেন BHIM অ্যাপ?)

The post এই যুবকের ভাবনাতেই জন্ম নিয়েছে ‘ভীম’ অ্যাপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement